E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জিয়াই উড়ে এসে জোর করে ক্ষমতায় বসেছিলেন’

২০১৮ জানুয়ারি ২৬ ১৮:৫০:৪৪
‘জিয়াই উড়ে এসে জোর করে ক্ষমতায় বসেছিলেন’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মতিন বলেছেন, যারা উড়ে এসে জোর করে ক্ষমতায় বসে রাজনীতির স্বাদ গ্রহণ করেছেন তারাই দেশের রাজনীতির সুষ্ঠু পরিবেশ ও রাজনীতিরচর্চা নষ্ট করে গণতন্ত্রের বারটা বাজিয়ে দিয়েগেছেন।

শুক্রবার বিকালে গড়াডোবা ইউনিয়নের বান্দনাল বাজারে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন,মেজর জিয়াউর রহমান ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিভোর হয়ে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনায় জড়িত ছিলেন। এরপর সেনা কুঞ্জ থেকে উড়ে এসে জোর করে ক্ষমতায় বসে দেশের গণতন্ত্র প্রিয় অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। তিনি শুধু এখানেই কান্ত হননি, বঙ্গবন্ধু হত্যার খুনিদের বিভিন্ন দুতাবাসে চাকুরি দিয়েছেন, করেছেন রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত। জিয়াই স্বাধীন বাংলাদেশের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে পাকিস্থানি কায়দায় দেশ পরিচালনার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

আব্দুল মতিন বলেন, জিয়া বাঙালি জাতির শত্রু, এবং গণতন্ত্রের ধ্বংসকারী। তার স্ত্রী বেগম খালেদা জিয়াও গণতন্ত্র বিশ্বাস করেন না বলেই গত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। আবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে এবং দেশের বাইরে নানামুখী ষড়যন্ত্র করছেন। ২১ আগষ্ট খালেদা, নিজামী ও বাবরেরা আমার নেত্রী বাঙালি জাতির নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে তিনি জগনের দোয়ায় বেঁচে আছেন। আবারও জনগনের সমর্থন নিয়েই আগামী নির্বাচনে নৌকা মার্কায় বিজয়ী হবেন এবং প্রধানমন্ত্রীও হবেন।

আব্দুল মতিন আরও বলেন, বর্তমানে নেত্রকোনা-০৩ আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুও রাজনীতির মানুষ না। তিনিও উড়ে এসে জোরো ক্ষমতা দখল করে বসে আছেন। ধ্বংস করে দিয়েছেন কেন্দুয়া-আটপাড়ার আওয়ামীলীগের সাংগঠনিক অবস্থা। তাকে আর জনগণ তথা আওয়ামীলীগের সমর্থনকারীরা আর চায় না।

গড়াডোবা ইউনিয়ন আওয়ামীলীগ ১ নং ওয়ার্ডের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পাইকুড়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী, নেত্রকোনা জেলা পরিষদের সম্মানীত সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সেলিম, বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদি হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বরকত উল্লাহ, প্রজন্ম লীগের সভাপতি সৈয়দ সেলিম, ছাত্রলীগ নেতা বাকী বিল্লাহ ও গড়াডোবা ইউনিয়ন যুব মহিলালীগের সম্পাদিকা আকলিমা বেগম। পথসভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, যুব মহিলালীগের ৫শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন বলে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান।

(এসবি/এসপি/জানুয়ারি ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test