E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ 

২০১৪ জুলাই ০৫ ১৬:৪৫:৩১
গৌরীপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ 

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামীলীগের বিবাদমান দু’গ্রুপে সংঘর্ষ, ধাওয়া পাল্টা, গাড়ি বহরে হামলা, মোটরসাইকলে অগ্নিসংযোগ সহ দলীয় নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ সময় আমাদের সময় পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মোঃ মশিউর রহমান কাউসারকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে।

এঘটনায় গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আব্দুল কাদিরকে শুক্রবার মধ্যরাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
শুক্রবার সন্ধ্যায় কলতাপাড়া বাজারে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপির ভাতিজা ফারুকের নেতৃত্বে আওয়ামীলীগের একাংশ ও এমপি বিদ্রোহীদের মাঝে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন আহমেদকে দিগম্বর করা ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে গৌরীপুরে ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি বিরোধী আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা এমপি হঠাও আন্দোলনে সরব রয়েছেন। শুক্রবার বিকেলে তারা জয়বাংলা ও মজিব হটাও শ্লোগান দিয়ে মোটর সাইকেল বহর নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা সন্ধ্যায় কলতাপাড়া বাজারে এমপির সেবালয়ের সামনে মোটর সাইকেল বহর নিয়ে এমপি বিরোধী শ্লোগান দিয়ে শোডাউন করেন। এসময় এসমপির ভাতিজা ফারুকের নেতৃত্বে নেতাকর্মীরা (কলেজ শিক্ষক দিগম্বরকারীরা) তাদের ধাওয়া করেন। পরে দু’গ্রুপের মাঝে সংর্ঘষ বাধেঁ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সন্ধ্যায় মোটর সাইকেল বহরটি গৌরীপুরে আসলে বহর থেকে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার ম্যুরালের সামনে গৌরীপুর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মশিউর রহমান কাউচারের পেটে ছুরিকাঘাত করে উপর্যুপুরি কুপিয়ে আহত করা হয়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এঘটনার পরেই এমপি মজিব সমর্থক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ম. নুরুল ইসলাম, তাঁর ভাই রফিকুল হাসান লিটন, উপসহকারি কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। পরে আওয়ামীলীগ নেতা সোমানাথ সাহার সোমনাথ বস্ত্রালয়, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এপিএস, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউসার চৌধুরী রন্টির বাসা ও এমপির ভাতিজা আওয়ামী লীগ নেতা শাহ রফিকুল ইসলাম দীপু মিয়ার একটি প্রাইভেটকার গাড়ি ভাঙচুর করে। পরে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন সরকারের ব্যবসায়ী প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়।

এদিকে কলতাপাড়ায় গাড়ি বহরে হামলার ঘটনার প্রতিবাদে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে এমপি বিদ্রোহী রাতে শহরে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশে শেষে এমপির বিদ্রোহী শিবিরের নেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সহ সম্পাদক ড. সামিউল আলম লিটন রাতে একটি বহর নিয়ে গৌরীপুর থেকে ময়মনসিংহে ফির ছিলেন। পথে মধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রায়গঞ্জ নামক স্থানে ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে এমপি সমর্থক নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালিয়ে ২টি মোটরসাইকলে অগ্নিসংযোগ করে। এঘটনায় শহরে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

গৌরীপুর পৌরসভাপভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, শিক্ষক দিগম্বরের ঘটনাকে ধামাচাপা দিতেই এমপি নিজেদের লোক দিয়ে শহরের কিছু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটিয়েছে।

গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানান, পৃথক ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। গ্রেফতার অভিযান চলছে।

(ওএস/এটিআর/জুলাই ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test