E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে দুইদিন ব্যাপী নাট্যেৎসব শেষ 

২০১৮ জানুয়ারি ২৮ ১৫:০০:৪৩
ধামরাইয়ে দুইদিন ব্যাপী নাট্যেৎসব শেষ 

দীপক চন্দ্র পাল, ধামরাই (ঢাকা) : গ্রাম থিয়েটারের অঙ্গ সংগঠন ধামরাই উপজেলা বঙ্গথিয়েটারের ১৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ধামরাই ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৬ ও ২৭ জানুয়ারী দুই দিন ব্যাপী নাট্যেৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা শেষ হয়ে শনিবার রাতে। হাজারো শ্রোতাদর্শকের উপস্থিতিতে মেলা ও নাট্যেৎসব স্থল জনসমুদ্রে পরিণত হয়ে উঠে। মেলায় বিভিন্ন ধরনে স্টল বসেছিল।

দুই দিন ব্যাপী নাট্যেৎসবের উদ্ধোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক তৌফিক হাসান ময়না ও ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহমান ।

ধামরাই বঙ্গ থিয়োরের সাধারন সম্পাদক গোলাম শেখ আহমেদ এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান বক্ত ছিলেন জাঃবিঃ র নাটক ও নাট্যতত্ব বিভাগের অধ্যাপক ড.লুৎফর রহমান।

বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ,ধামরাই উপজেলা আওয়ামীলীগের সামাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, নাট্য ব্যক্তিত্ব ড. কিষান মোস্তফা, উত্তরাধিকার ৭১ নিউজের ও ভোরের কাগজ, দেশ টিভির ধামরাই প্রতিনিধি দীপক চন্দ্র পাল প্রমুখ।

দুই দিন ব্যাপী নাট্যেৎসবে ছিল নাটক ,বাউল ও দেশের গান, লাঠিখেলা আলোচনা সভা।

উদ্ধোধনী রাতে অনুষ্ঠিত হয় ইউসুফ হাসান অর্ক-র নাট্যায়ন ও নির্দেশনায়,জাঃবিঃ র নাটক ও নাট্যতত্ব বিভাগের প্রযাজনায় তারা শংকর বন্দোপাধ্যায় রচিত নাটক “কবি”। দ্বিতীয় দিন অুনষ্ঠিত হয় বঙ্গ থিয়েটারের প্রযোজনায় ড.কিষান মোস্তফা রচিত “দরিয়া উপখ্যান”।

দ্বিতীয় দিন রাতে সাভারের আশ্রম নৃত্য ও নাট্য গোষ্ঠির ফারজান হক জলীর পরিচালনায় মনোজ্ঞ ও নাট্য এক নৃত্যানুষ্ঠান উপার দেয়। এরপর সংগীত পরিবেশন করেন বেতার ও ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় ১২ তম স্থান অধিকারিনী শিল্পী তানহা আক্তার সহ অনেকে।

(ডিসিপি/এসপি/জানুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test