E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা

২০১৮ জানুয়ারি ২৮ ১৮:৫৫:০৩
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চারটি এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা।

কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া ডিগ্রী কলেজ, আশুজিয়া জে.এন.সি একাডেমী ও বেখৈরহাটী এনকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ ভ্যানু কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষা কেন্দ্রে শুধু মাত্র কেন্দ্র সচিব ছাড়া কক্ষ পরিদর্শক, পরীক্ষার্থী ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ ভিজিল্যান্স টিমের সদস্যদের মোবাইল ফোনও নিষিদ্ধি ঘোষণা করা হয়েছে। মানসম্মত শিক্ষা উন্নয়নের লক্ষ্যে এবং সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে পরীক্ষা সংক্রান্ত এক সভায় জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ। তিনিই কেন্দ্রের ভেতর মোবাইল নিষিদ্ধ ঘোষণা করেন।

(এসবি/এসপি/জানুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test