E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জালিয়াতির অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

২০১৮ জানুয়ারি ২৮ ২২:১৯:৫৮
জালিয়াতির অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

পটুয়াখালী প্রতিনিধি : ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণা ও জালিয়াতির আশ্রয় গ্রহণ করে ২৩৩ জন স্বচ্ছল ব্যক্তিকে হতদরিদ্র ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের নামে বরাদ্দকৃত চাল অনিয়মিত বিতরণের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার ৬নং কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার ও ট্যাগ অফিসার প্রাক্তন বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমানকে গ্রেপ্কার করেছে দুদক।

এ বিষয়ে আজ তাদের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মমিলা নং ৩১। আসামিদেরকে আদালতে সোপার্দ করা হয়েছে।

২০১৬ সালে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল বিতরনের তালিকায় জালিয়াতির আশ্রয় গ্রহণ করে ২৩৩ জন স্বচ্ছল ব্যক্তিকে হতদরিদ্র ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেন অভিযুক্তরা। তাদের নামে বরাদ্দকৃত ৬,৯৯০ কেজি চাল অনিয়মিত বিতরণের অভিযোগ তদন্ত সাপেক্ষে ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় সংগঠিত অপরাধে আসামী দ্বয়কে গ্রেপ্তার করে দুদক।

(এসডি/এসপি/জানুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test