E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় উপজেলা নির্বাচন

মহিলা সংরক্ষিত আসনে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

২০১৮ জানুয়ারি ২৯ ১৮:২৩:৩৮
মহিলা সংরক্ষিত আসনে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপা উপজেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসন- ৩ (কলাগাছিয়া, বকুলবাড়িয়া ও চিকনিকান্দি ইউনিয়ন ) মো: তাসলিমা বেগম টেবিল মার্কায় ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসা: সালেহা বেগম মোরগ মার্কায় ১৬ ভোট পেয়েছেন। ১২টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ভোটার ছিল ৩৯টি।

সোমবার উপজেলা পরিষদ মিলায়তনে সকাল ১০টা হতে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট চলে।এ নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও গলাচিপা ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির সহকারী পরিচালক কে এম মহাতাবুল বারী এ তথ্য নিশ্চিত করেন।

এ ছাড়াও গলাচিপা উপজেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসন- ১,২,৪। বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন তারা হলেন,আমখোলা, গোলখালী, গলাচিপা ই্উনিয়ন ও গলাচিপা পৌরসভার আঞ্জুমান আরা বেগম , পানপট্টি ,রতনদী তালতলী ও ডাকুয়া ইউনিয়ন মোসা: মাহিনুর বেগম গজালিয়া , চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে মোসা: জেসমিন আক্তার ।

(এসডি/এসপি/জানুয়ারি ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test