E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধ্যরাতে তিন ট্রাক সার জব্দ সকালে ৫ হাজার টাকায় রফা

২০১৮ জানুয়ারি ৩০ ১৮:২৬:২৪
মধ্যরাতে তিন ট্রাক সার জব্দ সকালে ৫ হাজার টাকায় রফা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের সীমানালগ্ন পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে গত সোমবার (২৯জানুয়ারি) রাতে অনুমোদন বিহীন তিন ট্রাক ইউরিয়া সার জব্দ করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। 

ওই তিনটি ট্রাকে প্রায় ১ হাজার বস্তার বেশি ইউরিয়া সার ছিলো। তবে সারের পরিমাণ নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের তথ্য ভিন্ন ভিন্ন। জেলার বাইরে থেকে আসা ওই ইউরিয়া সার রাতের আঁধারে শ্যামগঞ্জ বাজারের (বিসিআইসি) সার ডিলার মোখলেছুর রহমানের গোদামে মজুদের প্রস্তুতি চলছিলো। এদিকে পুলিশের সার জব্দের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে বিষয়টি ধামাচাপা দিতে মঙ্গলবার সকালে পূর্বধলা ইউএনও নমিতা দে সার ডিলার মোখলেছুর রহমানকে মাত্র ৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি রফা করেছেন। তবে অবৈধ এই সার কোথা থেকে এসেছে এমন বিষয়ের সঠিক কোনো তথ্য দিতে পারেনি প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয়দের অভিযোগ, বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করার জন্যই আগে থেকে সার মজুদের প্রস্তুতি নিচ্ছিলো একটি মহল।

স্থানীয় ও সার ডিলারদের সাথে কথা বলে জানা গেছে, পূর্বধলা উপজেলায় বিসিআইসির ১৮ জন সার ডিলার রয়েছে। চলতি বোরো মওসুমে এই মাসের বরাদ্দে ১৮ জন ডিলারকে মোটা ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সার ডিলার মোখলেছুর রহমান অবৈধভাবে বরাদ্দের বাইরে অতিরিক্ত তিন ট্রাক চিকন ইউরিয়া সার এনে গুদামজাত করে। ওই তিন ট্রাকে এক হাজার বস্তার বেশি ইউরিয়া সার ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের এসআই সুনীল কুমার দাস সোমবার রাতে অভিযান চালিয়ে তিন ট্রাক অবৈধ ইউরিয়া সার জব্দ করে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পূর্বধলা ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে সার ডিলারদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সার ব্যবসায়ী মোখলেছুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ওই চিকন সার আগামী এক মাস বিক্রি না করার নিদের্শ দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন সার ডিলার জানান, বাজারে চিকন ইউরিয়া সারের ব্যাপক চাহিদা রয়েছে। তাই সার ডিলার মোখলেছুর রহমান অধিক মুনাফা অর্জনের জন্য অবৈধ পন্থায় চিকন ইউরিয়া সার এনে গুদামজাত করার চেষ্টা চালায়। এতে করে অন্যান্য সার ডিলারদের ব্যাপক আর্থিক ক্ষতি ও বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তবে পুলিশর অভিযানে সার জব্দের ঘটনায় প্রশাসনের কর্মকর্তারা সারের পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সার ডিলার মোখলেছুর রহমান বলেন, সার নিয়ে প্রশাসনের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এজন্য ইউএনও ম্যাডাম আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টা মীমাংসা করে ফেলেছেন। তবে আমি কোনো অবৈধ সার আনিনি।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই সুনীল কুমার দাস বলেন, জব্দ করা তিন ট্রাকে অনুমোদনহীন প্রায় ১ হাজারের বেশি সারের বস্তা ছিলো। সার জব্দের পর পুলিশ সারারাত তিনটি ট্রাক পাহাড়া দিয়ে রেখেছে। সকালে ইউএনও স্যার এসে সারের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।

পূর্বধলা কৃষি অফিসার রেজওয়ানুল বারী বলেন, পুলিশের জব্দ করা তিনটি ট্রাকে ৬৫০ বস্তা সার ছিলো। এই চিকন সার কোথা থেকে এসেছে আমরা জানিনা। তবে সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অমান্য করা ও সারের বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনার কারণে মোখলেছুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বধলা ইউএনও নমিতা দে বলেন, তিনটি ট্রাকের প্রতিটিতে সম্ভবত ২৬০ বস্তা করে সার ছিলো। তবে এই সার অবৈধ নয়। কিন্তু সারের কারণে বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং জব্দ করা ওই সার আগামী এক মাস বিক্রি না করার নির্দেশ দেয়া হয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test