E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে ৭ দিনব্যাপী হরিনাম সংকীর্ত্তণ শুরু

২০১৮ ফেব্রুয়ারি ০২ ১৬:৩০:৫৯
ঈশ্বরগঞ্জে ৭ দিনব্যাপী হরিনাম সংকীর্ত্তণ শুরু

নীলকন্ঠ আইচ মজুমদার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ীর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে বিশ্ব শান্তি কল্পে ৪০ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তণ ও ষোলকালীন লীলা কীর্ত্তণ আজ শুক্রবার সকালে অধিবাসের মাধ্যমে শুরু হয়েছে। 

সংকীর্ত্তণ উপলক্ষে কালীবাড়ী প্রাঙ্গন হতে বর্ণাঢ্য মঙ্গল শুভাযাত্রা শহর প্রদক্ষিণ করে গঙ্গা আহবান করে।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, কালীবাড়ী পরিচালনা কমিটির সভাপতি প্রবোধ রঞ্জন সরকার, নামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি জুটন সরকার, সাধারণ সম্পাদক সুজন দও, কোষাধ্যক্ষ বিপ্লব দে প্রমুখ।

পরে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও হরিণামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচি অনুযায়ী ৩ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হরিনাম সংকীর্ত্তণ,৮ ও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ষোলকালীন লীলা কীর্ত্তণ।১০ ফেব্রুয়ারি ভোগরাগ মহন্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

(এনআইএম/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test