E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ষাকালে নৌকা আর শীতকালে বাঁশের সাঁকোই ভরসা

২০১৮ ফেব্রুয়ারি ০২ ২২:৪৩:১০
বর্ষাকালে নৌকা আর শীতকালে বাঁশের সাঁকোই ভরসা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এপারে ১১ নং আমতৈল ইউনিয়ন ও ওপারে পার্শবর্তী ফুলপুর উপজেলার ৪ নং সিংহেশ্বর ইউনিয়ন। মাঝখানে কংশ নদীর উপর স্থানীয়দের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোই এপার এবং ওপারের প্রায় ১০ গ্রামের হাজার হাজার মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা।

প্রতিদিন এই নড়বড়ে বাঁশের সাঁকোর ওপর দিয়েই স্কুল কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করলেও এখানে ব্রীজ নির্মাণের উদ্যোগ গৃহীত হয়নি স্বাধীনতার ৪৭ বছরেও। ফলে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপারের সময় অহরহ দুর্ঘটনার শিকার হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

জানা গেছে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এলাকাবাসী আমতৈল ইউনিয়নের ধলারচর এলাকার কংশ নদীর ওপর একটি ব্রীজের দাবি করলেও দীর্ঘ সময়ে তা বাস্তবায়ন হয়নি। তাই বর্ষাকালে নৌকা আর শীতকালে নিজেদের উদ্যোগে তৈরি বাঁশের সাঁকোই তাদের পারাপারের একমাত্র অবলম্বন।

দৈনন্দিন প্রয়োজনে ওই নড়বড়ে সাঁকোর ওপর দিয়েই চলাচল করে হালুয়াঘাটের বাহিরশিমূল, আমতৈল, দলারচর, বিষমপুর, সওয়ারিকান্দা ও ফুলপুরের পুটিয়াকান্দি, মারুয়াকান্দি, পুটিয়া, মাইজপাড়া, ডুবারপাড় গ্রামের হাজার হাজার মানুষ। ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার, স্কুল-কলেজ এবং দৈনন্দিন কর্মসংস্থানের কারণে সাঁকো পেরিয়েই উপজেলা সদর ও বাহিরশিমূল বাজার ও পুটিয়া বাজারে আসেন তারা। সংশ্লিষ্ট গ্রামগুলোর কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রি সহ রোগীর জরুরি চিকিৎসার জন্য নড়বড়ে সাঁকোর উপর দিয়েই যাতায়াত করতে হয়।এমতবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর।

কংশ নদীর উপর ব্রীজ নির্মানের বিষয়ে উপজেলা প্রকোশলী আবুল কাশেম সিদ্দিকী বলেন, কংশ নদীর উপর ব্রীজ নির্মাণের জন্য প্রস্তাবনা আকারে সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্ধ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

স্থানীয়দের দাবি কংশ নদীর উপর সেতু নির্মিত হলে পাল্টে যাবে নদী পাড়ের হাজার হাজার মানুষের জীবন-যাত্রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্রীজ নির্মাণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আহব্বান জানান।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test