E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সৈয়দপুরে সেতুবন্ধনের শোভাযাত্রা 

২০১৮ ফেব্রুয়ারি ০৩ ১৮:৪০:৪১
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সৈয়দপুরে সেতুবন্ধনের শোভাযাত্রা 

নীলফামারী প্রতিনিধি : সারা দেশে প্রত্যেক উপজেলায় পাখি ও পশুর আবাসস্থল হিসেবে প্রাকৃতিক অভয়াশ্রম সৃষ্টির উদ্দ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পাখি ও প্রকৃতি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের উদ্দ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় করা হয়। এসময় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও সৈয়দপুর পৌরসভা মেয়র আমজাদ হোসেন সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাবেক ছাত্র নেতা এম এ রবি, মাওয়া ট্রাভেলসের প্রোঃ মমিনুল ইসলাম মিঠু। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিআরপি মোড়ে এসে শেষ হয়।

পরে স্মৃতি অম্লান চত্বরে সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজির হোসেন, বিবিসিএফ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, দিনাজপুর কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুদ্দিন আকতার, সেতুবন্ধনের উপদেষ্টা রইজ উদ্দিন রকি, শাহজালাল ব্যাংক লিঃ ঠাকুরগাঁও ব্রাঞ্চ ম্যানেজার জিএম কামরুল ইসলাম, সাপ্তাহিক মানবসমস্যার বার্তা সম্পাদক শাহবাজ উদ্দিন সবুজ প্রমুখ।

সারা দেশে ১০৫টি সংগঠনদের নিয়ে বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষন ফেডারেশন (বিবিসিএফ) এ আয়োজনে সহযোগী ছিলেন। শেষে উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিভিন্ন প্রকৃতিক বিষয়ক স্লোগানে ১৫টি বিলবোর্ড সেতুবন্ধনের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, পাখি ও প্রকৃতি বাঁচানোর আহবান জানিয়ে ২০১২ সাল হতে নীলফামারী জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় গাছে গাছে কলস লাগিয়ে আসছে সৈয়দপুরের সেতুবন্ধন সংগঠনটি। সংগঠনটির লাগানো এসব কলসে পাখি নির্ভয়ে বসবাস ও বংশবিস্তার করে আসছে। ২০১৬ সালে পাখি সংরক্ষনে সম্মাননাও পেয়েছে এই সেতুবন্ধন সংগঠনটি। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, সাইকেল র‌্যালি, উঠান বৈঠক, স্কুলে স্কুলে ক্যাম্পেইন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

(এমআইএস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test