E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে আম খেয়ে একই পরিবারের ৮ জন হাসপাতালে

২০১৪ জুলাই ০৬ ০৯:০২:১৩
চাঁদপুরে আম খেয়ে একই পরিবারের ৮ জন হাসপাতালে

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে ফরমালিন মেশানো আম খেয়ে একই পরিবারের ৮ জন গুরুতর অসুস্থ হয়েছেন। তাদেরকে শনিবার বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন চাঁদপুর শহরের গুণরাজদী ট্রাক রোডের ঢালিবাড়ির রুস্তম আলীর ছেলে আবুল হোসেন (৫৫) ও আবুল হোসেনের স্ত্রী ফরিদা ইয়াছমিন (৪৩), ছেলে আব্দুর রহমান (২২), খলিল (১৪), জোবায়ের (৯), মেয়ে আয়মন (১৩) এবং ফারুক ঢালির স্ত্রী শাহানাজ (২৫) ও তার মেয়ে আফরোজা (৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হোসেন শুক্রবার সন্ধ্যায় শহরের পালবাজারের সামনে ভাসমান ভ্যানগাড়ি থেকে প্রতি কেজি ৭০ টাকা দরে ৩ কেজি আম ক্রয় করেন। সেহরির সময় সবাই আম খায়। তারপর প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, পাতলা পায়খানা, বমি ও বুক ব্যথায় আক্রান্ত হয়। অবস্থার অবনতি হতে থাকলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, আমে অতিরিক্ত ফরমালিন অথবা কার্বাইড মেশানোর কারণে এ ধরনের সমস্যা হয়েছে। অসুস্থদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।

(এইচআর/জুলাই ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test