E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় শিক্ষকের ১৫ দিনের কারাদণ্ড

২০১৮ ফেব্রুয়ারি ০৪ ১৮:৩২:১৯
কলাপাড়ায় শিক্ষকের ১৫ দিনের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সকলে সহায়তা ও পরীক্ষা হলে গোলযোগ সৃষ্টির অপরাধে জসিম উদ্দিন (৩৩) এক শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। 

রবিবার পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রবিউল ইসলাম এ দণ্ডদেশ প্রদান করেণ।

দন্ডপ্রাপ্ত শিক্ষক জসিম উদ্দিন উপজেলার মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, একজন বহিরাগত শিক্ষককে পরীক্ষার হলে ঢুকে নকলে সহযোগীতা ও গোলযোগ সৃষ্টির অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

(এমকেআর/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test