E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রি বার্ষিক নির্বাচন 

২০১৮ ফেব্রুয়ারি ০৪ ১৮:৪৬:৪২
হালুয়াঘাটে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রি বার্ষিক নির্বাচন 

জোটন চন্দ্র ঘোষ : হালুয়াঘাটের গাজিরভিটা ইউনিয়নের গুমুরিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ত্রি বার্ষিক নির্বাচন ৪ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে বিকার চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ্য পরিবেশে ৫টি পদের বিপরিতে ৫৪৬ জন ভোটারের অংশ গ্রহণে ১২ জন প্রতিদন্ধী প্রার্থীর প্রতিদন্ধিতায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনটির দ্বায়িত্ব পালন করেন, ময়মনসিংহ জেলা সমবায় পরির্দশক ও গুমুরিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ত্রি বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ঈদ মোঃ ইউনুছ, গুমুরিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ত্রি বার্ষিক নির্বাচন কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা সমবায় পরির্দশক মোঃ কামরুল ইসলাম এবং হালুয়াঘাট উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরির্দশক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গোলাম মাওলা।

গুমুরিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ত্রি বার্ষিক নির্বাচন কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা সমবায় পরির্দশক মোঃ কামরুল ইসলাম বলেন, গত ৩ জানুয়ারি উক্ত নির্বাচনের তফছিল ঘোষণা করা হয়। ১১ জানুয়ারি মনোন্নয়ন পত্র দাখিল, ১৪ জানুয়ারি মনোন্নয়ন পত্র বাছাই, ২২ জানুয়ারি মনোন্নয়ন পত্র প্রত্যাহার ও ২৪ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। তার আলোকেই আজকের এই নির্বাচন।

ত্রি বার্ষিক নির্বাচনে পাঁচটি পদে ১২ জন প্রতিদন্ধী প্রার্থী প্রতিদন্ধীতা করেছেন, সভাপতি পদে মিরাজ আলী চেয়ার প্রতীক নিয়ে ভোট ২৬২ পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী নাজমূল হক ছাতা প্রতীক নিয়ে ২৩৬ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে আব্দুল মান্নান দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী বাকী বিল্লাহ মোমবাতি প্রতীক নিয়ে ১৭১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে জুনাইদ সিদ্দিকী শিশির মাছ প্রতীক নিয়ে ৩২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী নিজাম উদ্দিন মোরগ প্রতীক নিয়ে ১৫৮ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে আইনুল হক তালাচাবি প্রতীক নিয়ে ২৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী হাফিজ উদ্দিন টিউবওয়েল প্রতীক নিয়ে ২১৯ ভোট পেয়েছেন। পুরুষ সদস্য পদে এনামুল হক বই প্রতীক নিয়ে ৩০৮ ভোট,আব্দূল মালেক ফুটবল প্রতীক নিয়ে ২৫৯ ভোট, লিটন মিয়া ডাব প্রতীক নিয়ে ২৫৮ ভোট, নুরুল হক মই প্রতীক নিয়ে ২৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বীনা প্রতিদন্ধীতায় মমতাজ বেগম,জুলেখা,শরিফা ও আসমা খাতুন মহিলা সদস্যা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি আগামী তিন বৎসর উক্ত সমবায় সমিতির দ্বায়িত্ব পালন করবেন।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test