E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে মাদ্রাসা হল সুপারকে দায়িত্ব থেকে অব্যহতি

২০১৮ ফেব্রুয়ারি ০৫ ১৫:৫৬:০৪
হালুয়াঘাটে মাদ্রাসা হল সুপারকে দায়িত্ব থেকে অব্যহতি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে এক মাদ্রাসা হল সুপারকে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হালুয়াঘাটের সূর্যপুর দাখিল মাদ্রাসার সুপার আকবর আলীকে হল সুপারের দায়িত্ব থেকে ৩ ফেব্রুয়ারি অব্যহতি প্রদান করা হয়।

২০১৮ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ভেন্যু ডিএস আলিম মাদ্রাসার হলসুপারের দায়িত্ব পালন করে আস ছিলেন তিনি। হলসুপারের বিরুদ্ধে পরিক্ষার পর নাজমুল ইসলাম নামে এক পরীক্ষার্থী পরীক্ষার কাজে বেঘাত সৃষ্টি করার অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শনিবার সন্ধায় শিক্ষার্থী এবং উক্ত হল সুপারের শুনানী শুনে চলমান দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেন। পাশাপাশি নতুন করে বনগ্রাম দাখিল মাদ্রাসার সুপার হারেজ উদ্দিন পাঠানকে হল সুপারের দায়িত্ব দেয়া হয়েছে বলে নিশ্চিৎ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও কেন্দ্র সচিব আব্দুল মজিদ।

সুত্রে জানা যায়, অভিযোগকারী নাজমুল সূর্যপুর দাখিল মাদ্রাসা হইতে ২০১৮ সালের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ডিএস আলীম মাদ্রাসার ভেন্যুতে গত বৃহঃপতিবার কোরআন মজীদ পরীক্ষায় অংশ গ্রহণ করে ছিলেন। হলসুপার আকবর আলী পূর্ব বিরোধের জের ধরে পরীক্ষা শেষে নাজমুলের খাতাটি নিয়ে যান এবং কাটাছিড়া করেন বলে অভিযোগে উল্লেখ করেন।

পরে কক্ষ পরিদর্শক খাতার হিসাব মিলাতে গিয়ে একটি খাতা কম পান। এক পর্যায়ে হলসুপারের কাছে খাতা পাওয়া যায় বলে শিক্ষার্থী নাজমুল জানান।

অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, গত ফরম ফিলাপের সময় তাদের কাছে থেকে অতিরিক্ত টাকা নিতে চাইলে তারা শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসারের নিকটে অভিযোগ করেছিলেন। সেই রোষানলেই সুপার আকবর আলী পরিকল্পিত ভাবে শিক্ষার্থী নাজমুলকে ক্ষতির লক্ষে পরীক্ষার খাতা নিয়ে কিছু একটা করে থাকতে পারেন বলে তাদের ধারনা হচ্ছে। তাদের আশংকা আগামী পরীক্ষাগুলোতেও ক্ষতি করতে পারে মর্মে অভিযোগ করলে কেন্দ্র কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে তাকে অব্যহতি প্রদান করা হয়।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test