E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাল্যবিয়ে রোধে ১৩৬ শিক্ষার্থী নিয়ে উপজেলা ব্রিগেড গঠন

২০১৮ ফেব্রুয়ারি ০৬ ১৬:১০:৩৭
বাল্যবিয়ে রোধে ১৩৬ শিক্ষার্থী নিয়ে উপজেলা ব্রিগেড গঠন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : পরীক্ষামূলক ভাবে প্রাথমিক পর্যায়ে ময়মনসিংহের বালিপাড়া ইউনিয়নের ধলা স্কুল এন্ড কলেজে ১২ জন শিক্ষার্থীকে অক্টোবরের ৩১ তারিখে নিয়ে যাত্রা শুরু করে বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেড। 

দুই মাসে বিগ্রেডের সফলতায় এবার পুরো উপজেলা জুড়ে এ কার্যক্রম শুরু করলেন উপজেলা প্রসাশন। গঠিত ব্রিগেড টিম বালিপাড়া ইউনিয়নে ১৫টি বিয়ে বন্ধ সহ যৌন হয়রানি, ইভটিজিং ও সমাজের অবহেলিত শ্রেণীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে উঠান বৈঠক সহ জনসচেতনতামুলক কাজ করে যাচ্ছে। বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেডের পাইলট প্রকল্পের সফলতার পর সোমবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১৩টি প্রতিষ্ঠানের ১৩৬ জন শিক্ষার্থী নিয়ে গঠিত হল উপজেলা বাল্য বিয়ে প্রতিরোধ বিগ্রেড।

স্থানীয় নজরূল একাডেমীর মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রসাশক বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে আমরা বিশ্বের অনেক দেশ থেকে এখনো অনেকটা পিছিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাল্য বিয়ে কমিয়ে নিয়ে আসার পাশাপাশি ২০৪১ সালের মধ্যে বাল্য বিয়ে মুক্ত বাংলাদেশ গড়া হবে। প্রতিরোধ ব্রিগেড প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর ভুমিকা ভুমিকা পালন করবে। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্ভাবনী দিয়ে যে ব্রিগেড টিম গঠন করেছে আইনের প্রয়োগ না করেই বাল্য বিয়ে প্রতিরোধ সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, আমরা আইন প্রয়োগ করে বিয়ে বন্ধ করার সময় সামাজিকভাবে ঐ পরিবারের প্রতি নীতিবাচক একটি প্রভাব পরে তারপরও আমাদের আইনি পদক্ষেপ নিতে হয়। শিক্ষার্থীদের নিয়ে গঠিত ব্রিগেড টিম সামাজিক এ নীতিবাচক প্রভাব থেকে ঐ পরিবারটিকে রক্ষা করতে কার্যকর ভুমিকা পালন করে যাচ্ছে। ত্রিশাল উপজেলার এই বিগ্রেড টিমের মাধ্যমে সারাদেশে বাল্য বিয়ে মুক্ত বাংলাদেশ গড়ার জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাল্য বিয়ে প্রতিরোধ ব্রিগেডের উদ্ভাবক আবু জাফর রিপনের সভাপতিত্বে এসিল্যান্ড এরশাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠান উদ্ধোধন করেন ময়মনসিংহ ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি শায়লা পারভীন।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, লুৎফুন্নেছা বিউটি, ত্রিশাল থানা অফিসার ইনচার্য জাকিউর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জিল্লুর রহমান আনম, শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ ,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি শাকিলা তামান্না, ময়মনসিংহ টেলিভিশন র্জানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়,ত্রিশাল প্রেসক্লাবের সহ সভাপতি হোসাইন শাহীদ, ব্রিগেড টিম লিডার মাহবুবা আলম তৃপ্তি প্রমূখ।

বিগ্রেড টিম লিডার মাহবুবা আলম তৃপ্তি বলেন, আমরা সহপাঠিরা মিলে আমার ইউনিয়নে বাল্য বিয়ে, যৌন হয়রানি, ও অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে কাজ করে যাচ্চি। আমাদের ইএনও মহোদয় আমাদের সার্বক্ষনিক তদারকি ও ট্রেনিং দিয়ে থাকেন। আমার ইউনিয়ন আজ বাল্য বিয়ে মুক্ত। এই ইউনিয়ন বাল্য বিয়ে মুক্ত করতে কাওকে জেল বা সামাজিকভাবে হেয় হতে হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিগ্রেড উদ্ধোক্তা আবু জাফর রিপন বলেন বর্তমান সরকার বাল্য বিয়ে প্রতিরোধ যে উদ্যোগ গ্রহন করেছে তা বাস্তবায়নের লক্ষে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম এ প্রতিপাদ্য সামনে রেখে আমরা ঘরে ঘরে বাল্য বিয়ে না দেয়ার ম্যাসেজ পৌছানোর জন্য স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে টিম গঠন করেছি। বিগ্রেড সদস্যদের পদচারনায় আজ ত্রিশালে কেউ বাল্য বিয়ের উদ্যোগ নেয়ার সাহস্য পায়না।

সহপাঠীদের কাছে শুনেই বিগ্রেড সদস্যরা বিয়ে দুতিনদিন আগেই বাড়িয়ে গিয়ে অভিভাবকদের সচেতন করছে। উপজেলা প্রসাশন থেকে তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগের একটি হটলাইন নাম্বারে তাদের তদারকি করা হয়। এ ব্রিগেড টিম বাল্য বিয়ে প্রতিরোধে বাংলাদেশে রোল মডেল হত পারে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্টানে প্রধান ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার মাধ্যমে প্রতিজন শিক্ষার্থীকে একটি সাইকেল ও নির্দিষ্ট ড্রেস প্রদান করা হয়েছে।

(এমএন/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test