E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাল্য বিয়ে করতে গিয়ে তিন সন্তানের জনক আটক

২০১৮ ফেব্রুয়ারি ০৭ ১৬:৩৪:২৬
বাল্য বিয়ে করতে গিয়ে তিন সন্তানের জনক আটক

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাটে বাল্য বিয়ে করতে গিয়ে তিন সন্তানের জনক এক বখাটেকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। ৬ ফেব্রুয়ারি সন্ধায় বাদেখরমা নামক গ্রাম থেকে ওসি কামরুল ইসলাম মিঞার নেতৃত্বে এএসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ আটক করেন।

জানা যায়, উপজেলার আতুয়াজঙ্গল গ্রামের রহমত আলীর পুত্র আব্দুস ছালাম(৩৮)। সে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার খুরশিদমাইল গ্রামের ইমান আলীর কন্যা আকলিমাকে প্রায় ৮ বছর পূর্বে বিয়ে করেন। তার সংসার জীবনে ১ পুত্র ও ২ কন্যা রয়েছে।

তথাপি বাদেখরমা গ্রামের আব্দুল হক এর ১৩ বছর বয়সী কন্যা বিকেকে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তানিয়াকে দীর্ঘ দিন যাবত বিদ্যালয়ে আসা যাওয়ার সময় পথে প্রেম নিবেদন করতেন। পাশাপাশি না বালিকা শিক্ষার্থীর নানীর বাড়িতে গিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দিতেন।

সম্প্রতি তিন সন্তানের জনক আব্দুস ছালাম নোটারী পাবলিক এর মাধ্যমে এফিডেভিট করে নাবালিকা মেয়েটিকে বিয়ের জন্য নিজ নামে ১৫০ টাকার ষ্ট্যাম্প ক্রয় করে ২ লক্ষ ৫০ হাজার টাকা দেনমোর ধার্য ও ৫০ হাজার টাকা ওয়াশিল লিখে নিজের ছবিসহ স্বাক্ষর করেন এবং মেয়েটিকে উক্ত এফিডেভিট করার জন্য ষ্ট্যাম্পে ছবি ও স্বাক্ষর করার জন্য চাপ প্রয়োগ করে।

মেয়েটি বখাটে ছালামের বাল্য বিয়ের বিষয়টি অত্র বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর এর নিকট জানায় । শিক্ষক জাহাঙ্গীর আলম বিষয়টি থানা পুলিশকে অবগত করে তানিয়াকে থানায় এফিডেভিট করার ষ্ট্যাম্পটিসহ পাঠিয়ে দেয়। পরে নিজের বাল্য বিয়ের ঘটনাটি ওসি কামরুল ইসলাম মিঞাকে অবগত করেন ঐ শিক্ষার্থী।

এ বিষয়ে তানিয়া সাংবাদিকদের জানায়, বি কে,কে,উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সে তার ভর্তি রোল নং ২১। ছালাম তাকে বিয়ে করার জন্য ছবি ও ষ্ট্যাম্পে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করে ছিলেন। ওসির হস্তক্ষেপে সে বাল্য বিয়ে থেকে মুক্তি লাভ করেছেন। প্রতিনিয়তই ছালামের নিকট তাকে ইভটিজিং এর স্বীকার হতে হয়।

এ বিষয়ে তানিয়ার পিতা আব্দুল হক বলেন, অভাবে সংসার তাদেও তারা স্বামী স্ত্রী উভয়ে ঢাকায় গার্মেন্টস্ চাকরি করেন। মেয়েটি তার নানীর কাছে থেকে লিখা পড়া করতে ছিল। কিন্ত বাল্য বিয়ের খবর পেয়ে উভয়েই ছুটে আসেন। তারা বখাটে ছালামের শাস্তি দাবী করেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটনাটি শুনার পর তিনি এফিডেভিটের ষ্ট্যাম্পটিসহ বিয়ে পাগল ছালাম কে আটক করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test