E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে বাংলা ইশারা দিবস পালিত

২০১৮ ফেব্রুয়ারি ০৭ ১৭:১২:৩৪
দিনাজপুরে বাংলা ইশারা দিবস পালিত

দিনাজপুর জেলা প্রতিনিধি : ‘ইশারা ভাষা উন্নয়নে, এগিয়ে যাব প্রতি জনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমজসেবা কার্যালয় আয়োজিত এবং স্থানীয় এনজিও সংস্থাগুলোর সহযোগিতায় ৭ ফেব্রুয়ারি বুধবার বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শহরের বটতলী এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ীস্থ দিনাজপুর বধির ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু।

বধির ইনস্টিটিউট এর হলরুমে আলোচনা সভায় সভাপত্বি করেন সহকারী সমাজসেবা অফিসার নুসরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মেহেদী হাসান, রিসোর্স শিক্ষক মোঃ আক্কাস আলী, এমএনডিএফ এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বধির ইনস্টিটিউটের শিক্ষক হাসিব আলম।

আলোচনা সভায় প্রধান অতিথি স্টিফেন মুর্মু বলেন, আমাদের মনে যে প্রতিবন্ধীতা রয়েছে তা আমাদের দূর করতে হবে। এর জন্য চাই সচেতনতা বৃদ্ধি। ইশারা ভাষার মাধ্যমে প্রতিবন্ধী শিশুর মেধার বিকাশ ঘটাতে হবে। আমাদের কাঙ্খিত লক্ষ্যে উন্নয়ন করতে হলে ইশারা ভাষা জানাতে হবে। নিজ নিজ অবস্থান থেকে ইশারা ভাষার উন্নয়নে আমাদের এগিয়ে আসতে হবে। বাক ও শ্রবন প্রতিবন্ধী শিশুদের ইশারা ভাষার মাধ্যমে তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারলে দেশ আরো এগিয়ো যাবে।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন, সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম।

(এনআইএন/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test