E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেট্রোল বোমা উদ্ধার মামলা

উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির অর্ধশত নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ৪

২০১৮ ফেব্রুয়ারি ০৭ ২২:৪২:৪৭
উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির অর্ধশত নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ৪

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে পেট্রোল উদ্ধারের ঘটনায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ অর্ধশত নেতাকর্মীর নামে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পুলিশের এসআই আসাদুজ্জামান বাদী মামলা দায়ের করেছে। মামলায় পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীর, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম শাহীন, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক মুন্সী’র দুই পুত্র মোঃ শাহীদ মুন্সী ও জুলফিকার মুন্সীকে গ্রেফতার করেছে।

মামলার বাদী বোমা উদ্ধারকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান জানান, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা করার জন্য গৌরীপুর বাসস্ট্যান্ডের সন্নিকটে পূর্বদাপুনিয়ার রাস্তার পাশ থেকে ৪টি অবিস্ফোরিত পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে।

মামলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, তার ভাই মইলাকান্দা ইউপি চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক মুনশীর পুত্র সোয়েব মুন্সী, অলি মুন্সী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান কবীর হীরা, মো. মারফত আলী, মো. শরিফ মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদ ভিপি ফারুক, ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান সোহেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রমজান হোসেন জুয়েল, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম শাহীন, ছাত্রদল নেতা আবুল বাশার ঝুলন, পৌর ছাত্রদলের সভাপতি মো. তাজিজুল ইসলাম রাঙ্গা, বিএনপি নেতা মো. কেলন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. জালাল উদ্দিন, মো. রাজীব মিয়া, মো. রব্বানী, মো. পাপ্পু মিয়া, শাহ উবায়েদ উল্লাহ সুমন, মো. হুমায়ুনসহ অজ্ঞাতনামা ২৫/৩০জনকে আসামী করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, ৪জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test