E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে খালেদার রায় ঘিরে রাজপথে আ.লীগ, কঠোর অবস্থানে পুলিশ

২০১৮ ফেব্রুয়ারি ০৮ ১৭:৪৭:২৬
মৌলভীবাজারে খালেদার রায় ঘিরে রাজপথে আ.লীগ, কঠোর অবস্থানে পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি : বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার  ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির বিরুদ্ধে আদালতের রায়কে ঘিরে সকাল থেকে মৌলভীবাজারে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে থাকে। 

পুলিশের কঠোর অবস্থান ও মামলা- হামলার ভয়ে শহরের রাজপথে বিএনপি নেতাকর্মীদের খুব একটা দেখা না গেলেও বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে শহরের চৌমুহনা এলাকার দলীয় কার্যালয়ের সামনে শত শত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী অবস্থান নেন। দুপুর আড়াইটার দিকে গণমাধ্যমে খবর আসে বিএনপি চেয়ারপার্সনের ৫ বছরের কারাদন্ডের । এর পরপরই চারিদিকে উত্তেজনা বিরাজ করতে থাকে , বাড়তে থাকে পুলিশি টহল। রায়ের খবর আসার পর থেকে চৌমুহনা এলাকায় সরকারদলীয় নেতাকর্মীদের পদচারণা বাড়তে থাকে ।

একপর্যায়ে দুপুর তিনটার দিকে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে আদালতের রায়কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং রায়কে অভিনন্দন জানিয়ে শ্লোগান দেন। মিছিল শেষে শহরের হামিদিয়া পয়েন্ট এর সামনে সমাবেশ করেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান এর সঞ্চালনায় ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুজাম্মিল হক রাব্বি, জেলা ছাত্রলীগ সভাপতি আছাদুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর, যুবলীগ নেতা সৈয়দ সেলিম হক, সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমদ প্রমুখ।

এদিকে রায়কে ঘীরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। শহরের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপশি রাস্তায় রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে মৌভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মৌলভীবাজার শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রয়েছে, তবে যেকোন নাশকতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে স্ট্যানবাই রাখা হয়েছে।

অপরদিকে দলীয় চেয়ারপার্সন এর রায়কে ঘিরে সারা দেশের মতো মৌলভীবাজারেও দলটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ আর আতংক বিরাজ করছে। সকাল থেকে শহরের রাজপথ আওয়ামীলীগের নেতাকর্মীদের দখলে থাকায় এবং পুলিশের ব্যাপক নজরদারি থাকার কারনে কোন্দলে জর্জরিত বিএনপির কোন অংশই সমাবেশ কিংবা বিক্ষোভ মিছিল বের করেনি। তবে বিকালের দিকে শহরের কুসুমবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল । কেন্দ্রীয় ছাত্রলের সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন উজ্জ্বল ও সিনিয়র যুগ্ন আহবায়ক জি এম মোক্তাদির রাজু মিছিলে নেতৃত্ত্ব দেন। তবে মিছিলের খবর পেয়ে পুলিশ আসায় মিছিল নিয়ে বেশ এগুতে পারেনি তারা।

একই সময় মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমানের নেতৃত্বে শহরের চৌমুহনা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শমসেরনগর রোড বাসস্ট্যান্ড গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ নিশাত, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল হান্নান, জেলা ছাত্রদল নেতা সুমন আহমদ, মৌলভীবাজর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাদুর রহমান পাপন প্রমুখ।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test