E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে নিরাপত্তা জোরদার, মাঠে নেই বিএনপি

২০১৮ ফেব্রুয়ারি ০৮ ১৮:৩২:০১
বাগেরহাটে নিরাপত্তা জোরদার, মাঠে নেই বিএনপি

বাগেরহাট প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার সাজার রায় ঘোষণার পরপরই বাগেরহাট শহরের সড়কে গনপরিবহন ও ব্যক্তিগত গাড়ীর সংখ্যার পাশাপাশি লোকসমাগম কমে যায়। রায়কে ঘিরে সব ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বাগেরহাট জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। 

মোংলা বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাগেরহাট শহরসহ গুরুত্বপূর্ন এলাকায় পুলিশীসহ আইন শৃংখলা রক্ষা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ওয়ার্ল্ড হ্যারিটেজ ষাটগুম্বজ মসজিদ, হযরত খানজাহানের মাজার শরীফ ও সুন্দরবনের পর্যটন এলাকায় সকাল থেকে দিনভর ছিলো প্রায় পর্যটক শূন্য।

বাগেরহাটে সকাল থেকে বিএনপি’র কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। বাগেরহাট শহরের সরুই এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় ছিল তালা বন্ধ। বিএনপি কার্যালয়ের সামনে সকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশী ধরপাকড়ের কারনে বিএনপির নেতা কর্মীরা রাজপথে থাকতে পারছে না বলে দাবি করছে দলের নেতারা। বাগেরহাটের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি’র ৭ নেতাকর্মীকে আটক করেছে।

বিএনপি’র চেয়ারপারসনের দুর্নীতির মামলায় সাজার রায় ঘোষণার পর জেলা বিএনপি শহরে কোন মিছিল সমাবেশ না করলেও জেলা যুবলীগ আনন্দ মিছিল করেছে।

যুবলীগের মিছিলটি শহরের সম্মিলন স্কুল মোড় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলরোডে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ মোল্লা দোলন, ফারুক তালুকদার ও পৌর যুবলীগের আহ্বায়ক শেখ হুমায়ুন কবির পলি প্রমুখ বক্তব্য রাখেন।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বিএনপির চেয়ারপারসনের দূর্নীতির মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে বাগেরহাটে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েনের পাশাপাশি চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ রাস্তায় টহল দিচ্ছে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা সংবাদ পাওয়া যায়নি।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test