E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে জুয়েল সরকারের নেতৃত্বে রাজপথে যুবলীগ

২০১৮ ফেব্রুয়ারি ০৮ ২১:২২:৫৮
ত্রিশালে জুয়েল সরকারের নেতৃত্বে রাজপথে যুবলীগ

ত্রিশাল প্রতিনিধি, ময়মনসিংহ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে জামাত বিএনপি যেন কোন ধরনের নাশকতা করতে না পারে সে জন্য ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের নেতৃত্ব সারাদিন রাজপথে অবস্থান করে যুবলীগ। বুধবার সকাল ৯টায় থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করতে থাকে। এ সময় নেতাকর্মীরা ”হৈহৈ রই রই চুর খালেদা গেল কই,৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই” শ্লোগানে শ্লোগানে মুখরিত করে। পরে রায় ঘোষনার পর বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম, আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা পৌর যুবলীগের সভাপতি সাইফুল আলম শাহীন, সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মতিন সরকার বলেন জননেত্রী শেখ হাসিনার আমলেই দেশবাসী সঠিক বিচার পেয়েছে। দুর্নীতিবাজ, যুদ্বপরাধী, জেল হত্যা, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে।

দুর্নীতির বরপুত্র তারেক রহমান, ও তার মা খালেদা জিয়ার রায়ের মাধ্যমে দেশবাসী এতিমের টাকা আত্বসাৎকারীর বিচার পেল। বিএনপি এই রায়কে কেন্দ্র করে ত্রিশালে যদি কোন ধরনের নাশকতা ও সন্তাসী কর্মকান্ড করার চেষ্টা করে তাহলে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। কোন ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবেনা।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের মহা সড়কে। আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে ত্রিশালের আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়া হবে।

অপরদিকে ত্রিশালে বিএনপি বা তার অঙ্গসংগঠের কোন তৎপরতা লক্ষ করা যায়নি। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ করা যায়।

এ ব্যাপারে ত্রিশাল থানা অফিসার ইনচার্য জাকিউর রহমান জানান, জনগনের জানমালের নিরাপত্তাই আমরা নিয়োজিত। যে কোন ধরনের অপ্রীতিকর ও নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে পুলিশের টিম অবস্থান করছে।

(এমএন/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test