E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বিএনপির পাঁচ নেতা আটক

২০১৮ ফেব্রুয়ারি ০৯ ১৮:৩১:৩৮
বাগেরহাটে বিএনপির পাঁচ নেতা আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ বিএনপি’র পাঁচ নেতাকে পুলিশ আটক করেছে। 

শুক্রবার বিকেলে বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট শহরের পুরাতন কোর্টের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় দলের নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ সেখান থেকে এই পাঁচ নেতাকে আটক করে। তাদের থানায় রাখা হয়েছে।

আটকৃতরা হলেন, বাগেরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, জেলা বিএনপি’র সহসভাপতি এ্যাডভোকেট তরফদার আসাদুজ্জামান, জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আনিসুর রহমান, রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন কবির খান ও জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক লোকমান হোসেন।

বাগেরহাট জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীরা পুরাতন কোর্টের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় জড়ো হন।

এসময় আকষ্মিক ভাবে সেখানে পুলিশ এসে ধাওয়া করলে নেতাকর্মীরা গ্রেপ্তার এড়াতে পালানোর চেষ্টা করে। পুলিশ সেখান থেকে বিএনপি’র পাঁচ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিএনপি’র শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়ে পুলিশ রাজনৈতিক দলের গনতান্ত্রিক অধিকার হরণ করছে বলে অভিযোগ করেন ওই নেতা। তিনি গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দলের আটক নেতাদের অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবি করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে মিছিল করতে জেলা বিএনপি’র কিছু নেতা শহরের পুরাতন কোর্টের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পাঁচ নেতাকে আটক করে। বিএনপি’র মিছিলের কারণে শহরের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশংকায় তাদের আটক করা হয়েছে। ওই নেতাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test