E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বটগাছ কাটার অভিযোগ

২০১৮ ফেব্রুয়ারি ১০ ১৫:৪৮:৫৫
ঠাকুরগাঁওয়ে দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বটগাছ কাটার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটের একটি শতবর্ষী বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। স্থানীয় চায়ের দোকানদার ইলয়াসসহ অনেকেই অভিযোগ করেন।

লাহিড়ী হাটে শহিদুল মেকারের দোকানের সামনে একটি শতবর্ষজীবী বটগাছ বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বিনা টেন্ডারে কেটে ফেলেছেন চাড়োল ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি বাবু ও ধনতলা চেয়ারম্যান সমর চ্যাটার্জী নুপুর। পরদিন শুক্রবার হওয়ায় অফিস-আদালত বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়েছেন বলে অভিযোগকারীরা জানান।

তারা বলেন, এই বটগাছ আমাদের দীর্ঘদিন ধরে ছায়া দিয়ে আসছিল।তাঁরা এতই ক্ষমতাশালী যে আমাদের এই মূল্যবান সরকারী গাছটি কেটে নিয়ে গেছে।

এ ব্যাপারে চাড়োল ইউপি চেয়ারম্যান বাবুর কাছে জানতে চাইলে বটগাছ কাটার কোন ঘটনা ঘটেনি বলে জানান।ধনতলা চেয়ারম্যান নুপুর সাংবাদিক পরিচয় পেলে পরে কথা বলবেন বলে জানান, পরে আর ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে কেউ আমাকে অভিযোগ দেয়নি। তিনি দ্রুত ব্যাবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

(এফআইআর/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test