E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাদেবপুরে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে মানববন্ধন

২০১৮ ফেব্রুয়ারি ১০ ১৬:২৬:৫১
মহাদেবপুরে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : শনিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার ‘ফতেপুর রাহমানিয়া দাখিল মাদ্রাসায়’ উৎকোচের বিনিময়ে ‘নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগের প্রচেষ্টার প্রতিবাদে, সুপার নজরুল ইসলামের পদত্যাগ ও মেধার ভিত্তিত্বে এলাকার শিক্ষিত যুবকদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সচেতন এলাকাবাসীর ব্যানারে মাদ্রসার সামনের রাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব সামছুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য সারেফুন, সাবেক সদস্য আফজাল হোসেন, এলাকাবাসী আকবর আলী, শরিফুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, গ্রামে অনেক শিক্ষিত যুবক আছে। অথচ তাদের বাদ দিয়ে শুধুমাত্র অর্থের বিনিময়ে এলাকার বাইরে থেকে লোক নিয়োগ দেয়ার অপচেষ্টা করছেন সুপার নজরুল ইসলাম। স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেয়ার দাবী জানানো হয়। মানববন্ধনে প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসায় গিয়ে শেষ হয়।


(বিএম/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test