E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষা হলে উত্তর না বলায় শিক্ষকের ওপর হামলা

২০১৮ ফেব্রুয়ারি ১০ ১৬:৩০:৫০
পরীক্ষা হলে উত্তর না বলায় শিক্ষকের ওপর হামলা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এসএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা হলে উত্তর না বলায় এক শিক্ষকের উপর হামলা ও শারিরীক ভাবে লাঞ্চিত করেছে ছাত্র ও অভিবাবকরা।

শনিবার সকালে উপজেলার বাজিতা নিউ মার্কেটের মোশারফ হোসেনের স্ব-মিলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তাকে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানায় সাধারন জিডি এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের বরাবরে লিখিত অভিযোগ করেছেন ঝাটিবুনিয়াম,ই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জসিম উদ্দিন।

অভিযোগে জানা যায়, উপজেলার কাঠালতলী পরিক্ষা কেন্দ্র কাঠালতলী আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রী কলেজের ১১নং পরীক্ষা হলে গত ৭ ফেব্রুয়ারি ইংরেজী ২য় পত্র পরিক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা পরিদর্শক মোঃ জসিম উদ্দিনের কাছে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিক্ষার্থী মোঃ কাওসার প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি না বলেন।

গতকাল সকালে বাড়ি থেকে পরিক্ষার কেন্দ্রে মটরসাইকেল যোগে যাওয়ার পথে বাজিতা নিউ মার্কেটের মোশারফ হোসেনের স্ব-মিলের সামনের সড়কে পৌছলে উক্ত ঘটনার জের হিসেবে ওৎ পেতে থাকা ছাত্র মোঃ কাওসারের নেতৃত্বে ৭-৮জন যুবক ও অভিবাবকরা মিলে শিক্ষক মোঃ জসিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে গুরত্বর আহত করে ও শারিরিক ভাবে লাঞ্চিত করেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্তর হচ্ছে-বাজিতা চতুর্থ খন্ড গ্রামের মোঃ আল-আমিন, মোঃ তুহিন সিকদার,মোঃ নজরুল ইসলাম ও ছাত্র মোঃ কাওসার।

ঝাটিবুনিয়া ম,ই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম হাওলাদার বলেন,এটি অত্যন্ত দুঃখজনক। যারা এহেন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, একজন শিক্ষকের ওপর যারা হামলা চালিয়েছে তারা ছাত্র হতে পারে না। এ জগন্য কাজের জন্য তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা দেওয়া হোক।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি এবং থানায় জিডি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র যাওয়া পথে শিক্ষক মোঃ জসিম উদ্দিনকে আটকিয়ে মারধর ও লাঞ্চিত করা হয়েছে। এ ঘটনার সাথে জারা জড়িত তা তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(ইউজি/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test