E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদার রায় : গৌরীপুরে দুই মামলায় ৮০ আসামি, গ্রেফতার ৮

২০১৮ ফেব্রুয়ারি ১০ ১৬:৫১:৩৩
খালেদার রায় : গৌরীপুরে দুই মামলায় ৮০ আসামি, গ্রেফতার ৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে ময়মনসিংহের গৌরীপুরে রায় ঘোষণার আগে পেট্রোল বোমা উদ্ধার ও রায় ঘোষণার পর বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, পেট্রোলবোমা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলায় ৮০জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত (শনিবার দুপুর পর্যন্ত) ৮জনকে গ্রেফতার করা হয়েছে।

রায় ঘোষণার পর বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা শহরে লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মধ্যবাজার এলাকায় আসলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও বিএনপি কর্মীদের লক্ষ্য করে ৮রাউন্ড গুলিবর্ষণ করে। বিএনপির নিক্ষিপ্ত ইটপাটকেলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারেকুজ্জামান আহত হয়। পরে পুলিশ বড় মসজিদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পেট্রোল বোমা উদ্ধার করে। এই ঘটনায় ওইদিন রাতেই গৌরীপুর থানার এসআই রিপন চন্দ্র সরকার বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

মামলায় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামছুল ইসলাম শামছু, যুবদল নেতা তৌফিকুল ইসলাম, শরীফ বোকাইনগরী, পৌর ছাত্রদলের সহসভাপতি আনোয়ার হোসেন আনু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মামুন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সহ নাম উল্লেখ ১৫ ও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়।

পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বকুল, রামগোপালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, বিএনপি কর্মী মোফাজ্জল সহ তিনজনকে এবং শুক্রবার রাতে অচিন্তপুর ইউনিয়ন বিএনপি নেতা আঃ মান্নানকেকে গ্রেফতার করে।

রায় ঘোষণার পূর্বে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের উপজেলা সদরের গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে দেয়ালের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ৪টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় পুলিশ ২৩জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৫/৩০জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীর (৫০), মাইনুল ইসলাম শাহীন(৪৬), শাহীদ মুন্সী(৩৬), জুলফিকার মুন্সী(২২) কে গ্রেফতার করে পুলিশ।

(এসআইএম/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test