E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষার হলে সিসি ক্যামেরা ভাঙচুর, পরীক্ষার্থী বহিস্কার 

২০১৮ ফেব্রুয়ারি ১০ ১৭:৪৪:০১
পরীক্ষার হলে সিসি ক্যামেরা ভাঙচুর, পরীক্ষার্থী বহিস্কার 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : এএসসির পটুয়াখালীর বাউফলের কালাইয়া হায়াতুননেচ্ছা বালিকা বিদ্যালয় ভ্যানুর একটি কক্ষের সিসি ক্যামেরা ভাংঙচুরের অপরাধে মো. সাইদুল ইসলাম (রোল নং-২৩৩৫৪০, রেজিষ্ট্রেশন নং-১৫১৫৩৯৫২৩৪) নামে বহিস্কার করা হয়েছে এক পরীক্ষার্থীকে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান আজ শনিবার গনিত বিষয়ের পরীক্ষার দিন বহিস্কার করেন পূর্ব কালাইয়া হাসান সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ওই ছাত্রকে।

জানা গেছে, বহিরাগত অবৈধ অনুপ্রবেশ, কক্ষপরিদর্শদের পক্ষপাত আচরণসহ নকলমুক্ত পরিবশে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো চলতি এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ উদ্দ্যেগে উপজেলার বিভিন্ন ভ্যানুসহ ১৭টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে মোট ১৭০টি সিসি ক্যামেরা স্থাপন করেন। ৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা শুরুর আগে এসএসি পরীক্ষার ওই ভ্যানুর ৬নং কক্ষের সিসি ক্যামেরা ভেঙে ফেলায় নজরে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্রে উপস্থিত হয়ে তদন্ত ও ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে বহিস্কার করেন সাইদুলকে।

কেন্দ্রের সচিব তুষার কান্তি ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পরিক্ষার্থীদের নোটিশের মাধ্যমে সতর্ক করে ভাংগা ক্যামেরা সরিয়ে নতুন ক্যামেরা বসানো হয়েছে।’

(এমএবি/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test