E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে মায়ের বকুনি খেয়ে পালানো দুই বোন উদ্ধার

২০১৮ ফেব্রুয়ারি ১০ ১৮:৩৯:৫২
চাটমোহরে মায়ের বকুনি খেয়ে পালানো দুই বোন উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : মায়ের বকুনি খেয়ে পাবনার চাটমোহর উপজেলার দোলং গ্রাম থেকে পালানো মিলি খাতুন (১২) ও লতা খাতুন (৭) নামে দুই বোনকে ঢাকার জয়দেবপুর থেকে থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে শিশু দুটির পরিবারের লোকজন থানায় এসে তাদের জিম্মায় নিয়ে যায়। মিলি দোলং গ্রামের মাহাতাব হোসেনের মেয়ে ও চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং লতা একই গ্রামের আবদুল লতিফের মেয়ে ও দোলং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আহসান হাবীব জানান, প্রেমের সম্পর্ক জেনে ফেলায় গত শুক্রবার বিকেলে মিলির মা তাকে বকুনি দেয়। এরপর অভিমান করে সে তার ফুপাতো বোন লতাকে সঙ্গে করে বাড়ি থেকে পালিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে চাটমোহর রেলষ্টেশনে যায়। স্টেশনে ট্রেন যাত্রী আরিফা খাতুন নামে এক গার্মেন্টস কর্মীর সাথে তাদের পরিচয় হয়।

বাড়ি থেকে পালানোর কারণ জিজ্ঞেস করলে মিলি এ সময় আরিফাকে জানায়, ‘তাদের মা বাবা মারা গেছে। দাদী খুব অত্যাচার করে। সে জন্য বাড়ি থেকে পালিয়েছে।’

ইতিমধ্যে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন চাটমোহর ষ্টেশনে এসে দাঁড়ালে আরিফা খাতুনের পিছু নিয়ে তারা দুই বোন ট্রেনে উঠে পড়ে। এরপর আরিফা খাতুনের মোবাইল ফোন নিয়ে মিলির প্রেমিক চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল গ্রামের আঃ সামাদের ছেলে আশিকের কাছে ফোন দেয় এবং তারা ঢাকা যাচ্ছে বলে তাকে জানায়।

এদিকে এ ঘটনার পর দুই বোনকে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। অপরদিকে ট্রেনটি জয়দেবপুর ষ্টেশনে পৌঁছালে তাদের দুই বোনকে রেলওয়ে পুলিশের জিম্মায় দেন ট্রেনটির যাত্রীরা।

এদিকে মিলিকে খুঁজে না পেয়ে আশিককে চাপাচাপি করলে সে আরিফা খাতুনের মোবাইল নম্বর দেয়। পরে থানায় অভিযোগ দিলে মোবাইলের সূত্র ধরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পর দুই বোনকে উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পরিবারের জিম্মায় দেয়া হয়।

ওসি বলেন, ‘বিষয়টি খুব উদ্বেগজনক। অল্পের জন্য শিশু দু’টি বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। প্রতিটি পরিবারের এ ব্যাপারে সজাগ দৃষ্টি দেয়া উচিত।’

(এসআইএম/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test