E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের আল্টিমেটাম

২০১৮ ফেব্রুয়ারি ১০ ১৮:৫১:১৯
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের আল্টিমেটাম

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের আন্দোলনকারি শ্রমিকদের আল্টিমেটাম ঘোষণা। তিনদিনের মধ্যে দাবি পূরণ না হলে শ্রমিক অবরোধসহ লাগাতার ধর্মঘট পালন করা হবে।

শনিবার সকালে আন্দোলনকারি শ্রমিকদের সংগঠন আন্দোলন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শ্রমিক নেতা নূর আলম, আফজাল হোসেন, মিজানুর রহমান, মহিবুল ইসলাম, দুলু মিয়া, মহসিন আলী, শাহাজাহান আলীসহ দু’শতাধিক বিদ্যুৎ শ্রমিক।

সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু থেকে যেসব শ্রমিক কাজ করে বিদ্যুৎ কেন্দ্রকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে। কর্তৃপক্ষ সেইসব দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের বাদ দিয়ে বাহির থেকে শ্রমিক নিয়োগের চক্রান্ত করছেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনাসহ আবেদন নিবেদন করার পরও কোন কাজ হচ্ছে না। এ অবস্থায় দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের চাকরি থেকে বঞ্চিত করা হয় তবে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে। এতে এসব শ্রমিকের পরিবার অনারে অর্ধারে খেয়ে না খেয়ে দিন কাটাতে হবে।

তিনি আরও বলেন, এ কারণে আগামী তিন দিনের মধ্যে দাবি পূরণ করা না হলে তিনদিনের পর থেকে শ্রমিক অবরোধসহ লাগাতার ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। এরপরও যদি কর্তৃপক্ষ সাড়া না দেয় তবে আগামীতে এর চেয়েও কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

(এসিজি/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test