E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় প্রশ্ন ফাঁস চক্রের ৭ সদস্য গ্রেফতার 

২০১৮ ফেব্রুয়ারি ১১ ১৭:২২:০৭
নওগাঁয় প্রশ্ন ফাঁস চক্রের ৭ সদস্য গ্রেফতার 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্যকে গ্রেফতার  করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রবিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার পত্নীতলা থেকে ৫জন, ধামইরহাট থেকে ১ জন এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থেকে আরও ১ জনকে আটক করা হয়। এদের মধ্যে দুইজন কোচিং সেন্টারের শিক্ষক রয়েছেন।

আটককৃতরা হলেন, পত্মীতলার নজিপুর পৌরসভায় অবস্থিত আশির্বাদ কোচিং সেন্টারের শিক্ষক আনোয়ার হোসেন, রেসিডেন্সিয়াল কোচিং সেন্টারের শিক্ষক আল মামুন, শিক্ষার্থী জাহিদ হাসান , মর্তুজা আহমেদ , প্রভাত কুমার মহন্ত , জহিরুল ইসলাম ও ইসরাফিল আলম।

জেলা গয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রফিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার পতœীতলা উপজেলার নজিপুর থেকে ‘তথ্য প্রযুক্তি’ ব্যবহারের মাধ্যমে নজিপুর থেকে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্যমতে পরে ধামইরহাট থেকে ১জন এবং জয়পুরহাট জেলার আক্কেলপুরে অভিযান চালিয়ে ওই চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। তাদের মোবাইল সেট পরীক্ষা করে রবিবারের অনুষ্ঠিত আইসটি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়।

রবিবার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ ওসি ডিবি আরও জানান এসব প্রশ্নপত্র ২০০ টাকা থেকে ৩০০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দিত তারা। শুধু তাই নয় পূর্বে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইংরেজি, গণিত ও ধর্ম পরিক্ষার প্রশ্নপত্রও তাদের সংগ্রহে যেমন ছিল তেমনই আগামীতে অনুষ্ঠিত হবে এমন পরীক্ষার প্রশ্নপত্রও তাদের মোবাইলে সংরক্ষন করা ছিল। তবে এদের গোড়া খুঁজে বের করতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

(বিএম/এসপি/ফেব্রয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test