E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাগঞ্জে শিক্ষকের ওপর হামলা, ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধ 

২০১৮ ফেব্রুয়ারি ১১ ১৭:২৬:৩৩
মির্জাগঞ্জে শিক্ষকের ওপর হামলা, ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধ 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জের ঝাটিবুনিয়া মই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জসিম উদ্দিনের ওপর হামলার দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচারের দাবীতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার শিক্ষকরা কর্মবিরতি পালন করেন।

রবিবার সকালে বিদ্যালয় সংলগ্ন মহাসড়ক গাছের গুড়িঁ ফেলে ঘন্টাব্যাপী অবরোধ এবং মানববন্ধন করে। এতে মহাসড়কের দু’পাশে তীব্র জানজটের সৃষ্টি হয়। ভোগান্তাতি পড়ে বরগুনা থেকে আসা রোগীসহ সাধারন যাত্রীরা।

মির্জাগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনেন এবং উত্তেজিত ছাত্র-ছাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। তাৎক্ষনিক ভাবে তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উত্তেজিত ছাত্রদের নিয়ে বৈঠক করেন মির্জাগঞ্জ থানার ওসি(তদন্ত) মোঃ মেহেদি হোসেন। বৈঠক সন্তোজনক হলে উত্তেজিত ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি(তদন্ত) মোঃ মেহেদি হোসেন বলেন, ঝাটিবুনিয়া মই মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের ঘটনার বিচারের দাবিতে ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করার সংবাদশুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনতে সক্ষম হই এবং যারা শিক্ষককের উপর হামলা করেছে তা তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি ইংরেজী ২য় পত্র পরিক্ষার সময়ে কক্ষ পরিদর্শক মোঃ জসিম উদ্দিনের কাছে প্রশ্নের উত্তর জানতে চান পরিক্ষার্থী আরিফুর। এ জের ধরে গত শনিবার সকালে বাজিতা নিউ মার্কেট এলাকায় পরিক্ষার্থী ও অভিবাবকের সাথে ওই শিক্ষকের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে শিক্ষককে শারিরীক ভাবে লাঞ্চিত করা হয়।

এ ঘটনায় শিক্ষক মোঃ জসিম উদ্দিন বাদী হয়ে ৪জনকে আসামি করে মির্জাগঞ্জ থানায় সাধারণ ডায়রী ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দাখিল করেন।

(ইউজি/এসপি/ফেব্রয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test