E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন

২০১৮ ফেব্রুয়ারি ১৩ ১৮:১৯:২৭
নাগরপুরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের প্রানিসম্পদ দপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন।

এ উপলক্ষে উপজেলা প্রানিসম্পদ দপ্তর প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রানিসম্পদ কর্মকর্তা এসএম আউয়াল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপ-পরিচালক প্রানিসম্পদ অধিদপ্তর ঢাকা ডা.মো.আব্দুল হালিম, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ডা. মো. শরিফুল ইসলাম, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন,ভেটেরিনারি সার্জন ডা. মো. ফয়জুর রাজ্জাক আকন্দ প্রমুখ।

এদিন দুপুরে উপজেলার ভাদ্রা ইউনিয়নে নব নির্মিত কাউনহলা ব্রীজের উদ্বোধন করা হয়।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ২ কোটি ৮০ লক্ষ ৪ হাজার ২১১.১৫ টাকা ব্যয়ে ভাদ্রা ইউনিয়নের বনগ্রাম বাজার ভায়া সেহরাইল রাস্তায় কাউনহলা নদীর উপর ৮০.১২ মি: ব্রীজের উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ব্রীজ উদ্ভোধনের সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাড. মুলতান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান, মো. মতিয়ার রহমান মতি, যুগ্ন সম্পাদক আব্দুল আলীম দুলাল, উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান লালনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

(আরকেআর/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test