E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

২০১৮ ফেব্রুয়ারি ১৪ ১৫:০৬:৫৮
বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি : ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস-২০১৮ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকর আলী লুলু মিলানয়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, এ্যাড মোজাফফর হোসেন, সুন্দরবন সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আহসানুল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, বাবুল সরদার, শওকত আলী বাবু।

এসময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে সুন্দরবন দিবসটি উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে মিলিত হয়।


(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test