E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গাইবান্ধা ১ আসনে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন জমা

২০১৮ ফেব্রুয়ারি ১৪ ১৮:২৪:২৭
গাইবান্ধা ১ আসনে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন জমা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) শূন্য আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা সুন্দরগঞ্জ উপজেলা ও জেলা নির্বাচন অফিসে রিটানিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণফ্রন্টের শরিফুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন ও স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদ।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন মঙ্গলবার বিকেল পর্যন্ত পাঁচ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন ছাড়া বাকি প্রার্থীরা সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ১৩ মার্চ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ভোটার ১০৯ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

(এসআইআর/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test