E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রশ্ন ফাঁস : ঈশ্বরদীতে দুই কলেজছাত্র গ্রেফতার

২০১৮ ফেব্রুয়ারি ১৪ ২২:২৯:২৪
প্রশ্ন ফাঁস : ঈশ্বরদীতে দুই কলেজছাত্র গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : এসএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঈশ্বরদীতে দুই কলেজ ছাত্র গ্রেফতার হয়েছে। এসএসসির প্রশ্নপত্র ফেসবুকের মাধ্যমে ফাঁস ও  বিকাশের ম্যাসেঞ্জারের মাধ্যমে টাকা লেনদেনের প্রমাণসহ এই ২ ছাত্রকে ব্যক্তিকে ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার বাংলাদেশ পুলিশের হেডকোয়াটার্সের তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঈশ্বরদী থানা পুলিশ তাদের সাহাপুর ইউনিয়নের দাদপুর বড় বটতলা এলাকা হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চরখোকরা গ্রামের মুকুল প্রামাণিকের পুত্র শিমুল হোসেন ও একই ইউনিয়নের চরপাঁচবাড়িয়া এলাকার ইমরান হোসেনের ছেলে রাইসুল ইসলাম হৃদয়।

অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, বিগত দুই দিন ও তিন রাত নিরলস প্রচেষ্টা চালিয়ে পুলিশ প্রমাণসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের নিকট হতে বেশ কয়েকটি সিম কার্ড, ৬টি মোবাইল এড্রয়েট সেট ও পেনড্রাইভ উদ্ধার করা হয়।

অভিযানে অংশ গ্রহণ করেন, ঈশ্বরদী থানার এসআই শরীফুল ইসলাম, আবুল কালাম, শাহ আলম, হেলাল, এএসআই রফিক।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test