E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে ছয় ডাকাত আটক, গুলিবিদ্ধ ২

২০১৮ ফেব্রুয়ারি ১৬ ২২:৩৪:৪৮
হবিগঞ্জে ছয় ডাকাত আটক, গুলিবিদ্ধ ২

হবিগঞ্জ প্রতিনিধ : হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও এলাকায় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ । এসময় দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয় ।

আহত অবস্থায় দুই ডাকাতকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ডাকাতদের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্য এসআই কামাল ও এএসআই ইয়াছিনুল হককে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে একটি ডাকাতদল উচাইল চারিনাও এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলিছুড়ে। এতে ডাকাত বাহার ও ফারহাদ গুলিবিদ্ধ হয়। পরে ৬ ডাকাতকে আটক করে পুলিশ।

আটককৃতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার উচাইল (চারিনাও) গ্রামের লিলু মিয়ার পুত্র বাহার মিয়া (৩৫), জিতু মিয়ার পুত্র ইউনুছ মিয়া (৩৬), আবুল কালামের পুত্র ফরহাদ মিয়া (২২), সফর আলীর পুত্র মানিক মিয়া (৪৮), করিম মিয়ার পুত্র দুলাল মিয়া (২০), লিলু মিয়ার পুত্র আব্দুল আউয়াল (২০)।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, দুই জন গুলিবিদ্ধসহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

(এমআইএ/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test