E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩৪ ঘাটে মরছে বাউফল পৌর সদরের একমাত্র খাল

২০১৮ ফেব্রুয়ারি ১৯ ১৭:৪৩:২৮
৩৪ ঘাটে মরছে বাউফল পৌর সদরের একমাত্র খাল

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : ৩৪ ঘাটে পানি প্রবাহ বাধাগ্রস্থ্য হয়ে মরছে পটুয়াখালীর বাউফল পৌর সদরের পয়ঃনিষ্কাশনের একমাত্র খালটি। এক কিলোমিটারের মধ্যে এই খালে পৌরসভা কর্তৃক ১১টি, উপজেলা পরিষদ কর্তৃক ৫টি ও ব্যক্তিগত উদ্দ্যেগে নির্মিত হয়েছে ১৮টি পাকা ঘাট।

সরেজমিন উপজেলা পরিষদের পেছনে এমপির ব্রিজের পূর্ব-পাশ থেকে শুরু করে পশ্চিমে কাগুজীরপুল এলাকার পালপাড়া ব্রিজের পশ্চিম পাশ পর্যন্ত কিলোমিটার দূরত্বের মধ্যে ২৮টি এবং থানা ব্রিজের কাছ থেকে দক্ষিনে ফুলতলা ফুটব্রিজ পর্যন্ত আধা কিলোমিটারে রয়েছে ৬টি পাকা ঘাট।

খালের পানি প্রবাহ বাধাগ্রস্থ্য করে আরসিসি কলাম উঠিয়ে নির্মিত হয়েছে এসব ঘাটের সিঁড়ির (সোপান) ধাপ। এতে পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়ে দিন দিন ভড়াট হচ্ছে খাল। আছে অসংখ্য কাঠের তৈরি ঘাটও।
দুই পার দখল করে এসব ঘাটলা নির্মিত হওয়ায় ভবিষ্যতেপৌর সদরের মালামাল পরিবহনসহ পয়ঃনিষ্কাশনের একমাত্র খালটির অস্থিত্ব বিলীনের আশংকা করছে খোঁদ পৌরবাসীও।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর সদরের বাসিন্দা ও পৌর সদরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষক জানান, কালাইয়া বন্দরের কাছে তেঁতুলিয়া নদী থেকে এই খালটির উৎপত্তি হয়ে পশ্চিমে বগা বন্দরের কাছে লোহালীয়া নদী, উত্তরে নুরাইনপুর বন্দরের কাছে আলগী নদী ও দক্ষিণে নওমালার নগরেরহাটের পাশ দিয়ে আদাবাড়িয়া হাজির হাটের কাছেলোহালিয়ার ভূরিয়া এলাকায় মিশেছে।

একসময় এই খালে নিয়মিত যাত্রিবাহি লঞ্চ ও মালবাহি কার্গোসহ বিভিন্ন পন্যপরিবহনের যানবাহন চলাচল করত। কালের আর্বতে ধুকে ধুকে মরছে খালটি। ভড়াট হয়ে ছোট হচ্ছে দিন দিন। তখনকার সময় খালের প্রস্থ ছিল ১শ’ ফুটের ওপরে। বর্তমানে খালের বিভিন্ন অংশের প্রস্থ আছে সর্বোচ্চ ২৫ ফুট। পাকা ঘাটলা ছাড়াও এক শ্রেণির অসাধু ব্যাক্তি দুই পারের জায়গা দখল করে নির্মাণ করেছেন পাকা ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান।

উপজেলা প্রশাসন কয়েকটি দিন আগে খালটির দুই পাশের উচ্ছ্বেদ অভিযান শুরু করলেও রহস্যজনক কারণে তা বন্ধ হয়ে যায়। খালটির বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ওই শিক্ষকনসহ পৌরবাসীদের অনেকেই।

(এমএবি/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test