E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরদীতে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

২০১৮ ফেব্রুয়ারি ১৯ ১৭:৫৫:০৯
ঈশ্বরদীতে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণার (বিনা) ঈশ্বরদী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সোমবার বিনা কার্যালয়ে দিনব্যাপী কৃষক ও উপ-সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বিনার ঈশ্বরদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড: রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিনার প্রধান কার্যালয়ের পরিচালক (গবেষণা) ড: হোসনেয়ারা বেগম।

বিশেষ অতিথি ছিলেন, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষণ সরকার, বিনার পুষ্টি ও নিরাপত্তা বিষয়ক কর্মসূচি পরিচালক ড: আব্দুল মালেক।

স্বাগত বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা সায়মা খাতুন। প্রশিক্ষণে ৭০ জন কৃষক এবং কৃষি বিভাগের ১০জন উপ-সহকারী অংশ গ্রহন করেন।

কর্মশালায় বিনা উদ্ভাদিত ধান, মুগ, তিল এবং চীনা বাদামের সম্প্রসারণযোগ্য জাত সমূহের পরিচিত, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াকরণ এবং বীজ সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test