E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রম্মগাছা বাজারে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে র‍্যালি 

২০১৮ ফেব্রুয়ারি ২১ ১৪:৫৩:৩৫
ব্রম্মগাছা বাজারে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে র‍্যালি 

সিরাজগঞ্জ প্রতিনিধি : অমর একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা সম্প্রীতি মঞ্চের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও উপজেলা আ'লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের উদ্যোগে শহীদ স্মরনে সতঃস্ফূত ভাবে খালি পায়ে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি বুধবার (২১ ফ্রেবুয়ারি) সকাল ৯ টার দিকে ব্রম্মগাছা ইউনিয়ন পরিষদ চত্বর হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পরিষদে এসে শেষ হয়।

র‍্যালির আগ মূহূতে সংক্ষিপ্ত বক্তব্যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মনোনয়ন প্রত্যাশি আবুল কালাম আজাদ হৃদয় বলেন,’৫২-এর ভাষা আন্দোলনের বীর শহীদদের চেতনা ও দেশপ্রেম ধারণ করে ত্রিশ লক্ষ শহীদের বুকের রক্ত আর দু লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে মুক্ত হয় আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে সৃষ্টি হয় লাল সবুজের পতাকা, একটি স্বাধীন রাষ্ট্র। প্রিয় মাতৃভাষার মর্যাদা-অধিকার রক্ষা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অগণিত শহীদদের রক্তে রঞ্জিত আজকের এই দিন।

এ সময় উপস্থিত ছিলেন,ব্রম্মগাছা ইউনিয়ন আ'লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ,যুবলীগের সভাপতি মো.সাহাদৎ হোসেন,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ স্বাধীন,উপ-অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ আসিফ,ব্রম্মগাছা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি পদ-প্রার্থী সাখাওয়াত হোসেন সৌরভ খান ও ১নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ্র শোক র‍্যালিতে সতস্ফূত ভাবে অংশগ্রহণ করেন।

(এমএ/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test