E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বিবেক দিয়ে মানুষকে ভালোবাসতে হবে’

২০১৮ ফেব্রুয়ারি ২১ ১৫:৪৯:৩৫
‘বিবেক দিয়ে মানুষকে ভালোবাসতে হবে’

দিনাজপুর জেলা প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে উল্লেখ করে বলেছেন, প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত অসহায় ও বিপদগ্রস্থ মানুষের পাশে বিবেকবান ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে। 

তিনি বলেন, সাম্প্রতিক কালে বন্যা ছিল ভয়াবহ। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্থ, অসহায় হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বন্যার্ত মানুষদের তদারকি করেছেন। এরপরও সকলের সহযোগিতায় বন্যা মোকাবিলা করেছে সরকার।

তিনি মানুষকে ভালবাসার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন মানুষের জন্য কাজ করেন। মানুষের আর্থিক উন্নয়ন হয়েছে। লোডশেডিং নেই, রাস্তা, কালভাট ব্রীজের উন্নয়ন হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই নেই। মানুষ শান্তিতে রয়েছে। গ্রাম ও শহরের মানুষের বৈষম্য দূর করতে গ্রামগঞ্জের উন্নয়ন আজ বাংলাদেশের মডেলে রুপান্তরিত হয়েছে।

হুইপ ইকবালুর রহিম গতকাল দিনাজপুরে বন্যা দূর্গতদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ মেজবাউল হোসেন, অক্সফ্যাম ইন বাংলাদেশের প্রতিনিধি এমবি আখতার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ। ইউনপস ও ইউকে এইডের অর্থায়নে অক্সফেটের আয়োজনে ও পল্লীশ্রীর বাস্তবায়নে ৬’শ বান্ডিল ঢেউটিন, ৮ হাজার পরিবারে ল্যাট্রিন ও ৯ হাজার ১’শ ২৪ জনকে ৫ হাজার করে নগদ সর্বমোট সাড়ে ৪ কোটি টাকা বিতরণ করা হয়।

(এন/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test