E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত     

২০১৮ ফেব্রুয়ারি ২১ ১৫:৫৪:১৯
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত     

পটুয়াখালী প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরী এবং আলোচনা সভা।

একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে শহরের পৌর সভা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করেন পটুয়াখালী জেলা প্রশাসন পরে জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, পটুয়াখালী প্রেসক্লাবসহ অন্তত শতাধিক অঙ্গ সংগঠন।

এরআগে মঙ্গলবার বিকাল তিনটায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। বুধবার ভাষা শহিদের স্মরনে স্থানীয় মসজিদ,মন্দির এবং গীর্জাসহ অন্যান্য উপসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

সন্ধ্যায় শহীদের স্মৃতির উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডিসি স্কয়ার মাঠে। এছাড়াও ডিসি স্কয়ার মাঠে অমর একুশে বই মেলা আয়োজন করা হয়েছে।

(এসডি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)১

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test