E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আসামির পরিবারের দায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত, গ্রেফতার ২

২০১৮ ফেব্রুয়ারি ২১ ১৬:০৮:৪৮
আসামির পরিবারের দায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত, গ্রেফতার ২

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে আসামী ও তার পরিবার সদস্যদের দেশীয় অস্ত্রের হামলায় এএসআইসহ দুই পুলিশ আহত। থানা পুলিশের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি। পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দুইজন গ্রেফতার।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স সোহাগ হোসাইনকে নিয়ে মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বেলুহার গ্রামের নান্নু ভুইয়ার ছেলে মাদক, চুরি, দ্রুত বিচার ট্রাইবুনাল মামলাসহ আগৈলঝাড়া ও গৌরনদী থানার পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুজন ভুইয়া (২৫) কে তার নিজ বাড়ি থেকে আটক করেন।

এসময় সুজনের বাবা নান্নু ভূইয়া ও মা শাহীনুর বেগমসহ সুজনের লোকজন এএসআই জাহিদ হোসেনকে ঘরে রাখা ব্যবহৃত দা দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। অপর পুলিশ সদস্য সোহাগ হোসাইন তাকে বাচাতে গিয়ে হামলাকারীদের হামলার শিকার হন।

এক পর্যায়ে সুজনের লোকজন জড়ো হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে ফেলে সুজন পালিয়ে যায়। অবরুদ্ধ পুলিশ সদস্যরা থানায় ফোন দিলে থানা পুলিশ গিয়ে আহতাবস্থায় অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এসময় সুজনের মা শাহীনুর বেগমকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের উপর হামলায় ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপর হামলার ঘটনায় মঙ্গলাবার রাতে এসএসআই জাহিদ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, নং-৯(২০.২.১৮)। ওই মামলায় বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিেেয় সুজনের বাবা নান্নু ভুইয়াকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test