E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্ত সংগ্রহ কর্মসূচি

২০১৮ ফেব্রুয়ারি ২১ ১৮:০১:০৩
মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্ত সংগ্রহ কর্মসূচি

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার ১ হাজার ২১ ব্যাগ রক্ত সংগ্রহের ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে মাগুরা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।  

মাগুরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মুনশী মো. ছাদুল্লাহ, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস প্রমুখ।

আয়োজকরা জানান- একুশের সঙ্গে বাঙ্গালীর রক্তের সম্পর্ক চিরায়ত। আর রক্তদান এর অপর নাম জীবন দান। এমনি একটি অনুভুতি থেকে মাগুরায় মহান একুশ উপলক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে আয়োজন করেছে রক্তদান কর্মসূচী। জেলার ৮টি স্পটসহ চার উপজেলার বিভিন্ন স্থানে একযোগে দিনব্যাপী রক্ত সংগ্রহের মাধ্যমে এক হাজার একুশ ব্যাগ রক্ত সংগ্রহ করা হচ্ছে। মাগুরাকে রক্তদানে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতাল এর তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার সাহা জানান- মাগুরা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক গুলিতে প্রচুর রক্তের প্রয়োজন হয়। একুশে ফেব্রুয়ারী উপলক্ষে মাগুরায় এ ধরনের রক্তদানের ফলে জেলার স্বাস্থ্য বিভাগ রক্তের প্রয়োজনে স্বয়ং সম্পূর্ণ হবে। এর ফলে রক্ত দাতার একটি বড় তথ্যভান্ডার আমাদের থাকবে। যার মাধ্যমে সারা বছর আমরা রক্ত সংগ্রহ করা সহজ হবে।

মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান জানান- একুশ আমাদের দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত করে। এ উদ্দীপনা থেকেই একুশ উপলক্ষে হাজার একুশ ব্যাগ রক্ত সংগ্রহ করার এ উদ্যোগ। এর মাধ্যমে রক্তদানে নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করা ও অসহায় মানুষের পাশে সকলকে এগিয়ে আসার আহবান পৌছে দেয়া হচ্ছে তৃণমূলে।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test