E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে বন্যা নিয়ন্ত্রণ হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

২০১৮ ফেব্রুয়ারি ২২ ১৮:৪৮:৫৩
মদনে বন্যা নিয়ন্ত্রণ হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে বৃহস্পতিবার বন্যা নিয়ন্ত্রণ হাওর রক্ষা বাধঁ পরিদর্শন করলেন নেত্রকোনা জেলা প্রশাসক ড.মোঃ মুশফিকুর রহমান।

এ সময় তিনি তিয়শ্রী উপ-প্রকল্প ১,বালালী পদশ্রী উপ-প্রকল্প ২ পরিদর্শন করেন। পরিদর্শন কালে কাজের অগ্রগতি এবং বাধঁ এলাকায় সাইন বোর্ড দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। সময় মতো কাজ শেষ করতে উপজেলা নির্বাহী অফিসার,পানি উন্নয়ন বোর্ডের মাঠ প্রকৌশলী এবং সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশ প্রদান করেন এবং কাজ সম্পন্ন হলে একজন পাহাড়াদার নিয়োগের তাগিদ দেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কদ্দুছ,ভাইস চেয়ারম্যান রহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ,রফিক চৌধুরীসহ গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড.মোঃ মুশফিকুর রহমান জানান,নিয়মিত মাঠ পর্যায়ে পানি উন্নয়ন বোর্ড ছাড়াও উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন নিয়মিত তদারিক করছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারী ২৮ তারিখের মধ্যেই সকল বাধেঁর কাজ সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া, ওই দিন তিনি মদন ইউনিয়নের গুচ্ছ গ্রাম, ফতেপুর ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন পরিদর্শন করেন।

(এএমএ/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test