E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবছর আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

২০১৮ ফেব্রুয়ারি ২৩ ১৫:৩৬:৫০
এবছর আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, এ বছরের মধ্যে দেশে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। তবে সরকারের যে লক্ষ্য গ্রামীন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসকদের গ্রামে অবস্থান করতে হবে।

তিনি বলেন, গ্রামের অবস্থা এখন আর তেমন নাই। বর্তমানে গ্রামে বিদ্যুৎ. জ্বালানীসহ শহরের সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন আর তাদের গ্রামে থাকতে কোন অসুবিধা নাই। কাজেই তাদের শহরমুখী না হয়ে গ্রামমুখী হওয়ার আহবান জানান।

শুক্রবার দুপুরে নওগা’র পত্নীতলা উপজেলার ঘোষনগর ও আকবরপুর ইউনিয়নের জন্য নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট পৃথক দু’টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে স্বাস্থ্য সেবা, নিরাপদ মাতৃত্ব সেবা, শিশু স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য সকল পদক্ষেপ গ্রহন করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ভবিষ্যতে সন্তান প্রসবকালে একটি মাও যেন মৃত্যুবরন না করে. অনাগত সন্তান যেন নিরাপদে পৃথিবীতে ভমিষ্ট হতে পারে সেই লক্ষে সরকার প্রতিটি ইউনিয়নে মা ও শিশু কল্যান কেন্দ্র নির্মান অব্যাহত রয়েছে।

উপজেলার খিরশিন গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার কল্যাণ অধিদপ্তরের মহা-পরিটালক ও সরকারের অতিরিক্ত সচিব ডাঃ কাজি মোস্তফা সারোয়ার।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার বাবলু এমপি, মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক সরকারের যুগ্ম সচিব মলয় কুমার রায়, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, নওগাঁ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিন এবং ঘোষণগর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বক্তব্য রাখেন।

পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নে খিরশিন এবং আকবরপুর ইউনিয়নের মধইল নামকস্থানে এ দু’টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মান করেছে। প্রতিটির জন্য ৪ কোটি ১৬ লাখ করে মোট ব্যয় হয়েছে ৮ কোটি ৩২ লাখ টকা।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test