E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাহুবলে নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র ফেনীতে উদ্ধার

২০১৮ ফেব্রুয়ারি ২৫ ১৬:২৭:৪০
বাহুবলে নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র ফেনীতে উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : বাহুবল উপজেলার ইজ্জতনগর এলাকার মিরপুর সামসুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা থেকে শিশুবয়সী তিন ছাত্র নিখোঁজ হওয়ার ২৮ ঘন্টা পর ফেনী থেকে উদ্ধার করা হয়েছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ খোর্শেদ আলম ছাত্রদের উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ছাত্ররা হলো- শায়েস্তাগঞ্জ শ্যামপুর গ্রামের মোঃ মোশাহিদ মিয়ার ছেলে মোঃ জুনাইদ আহমদ (১৪), চুনারুঘাট উপজেলার পূর্ব হাসারগাঁও গ্রামের আইয়ূব আলীর ছেলে মোঃ তানভীর আহমদ (১৪) ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশেমনগর গ্রামের রশিদ আলীর ছেলে শরীফ উদ্দিন (১৩)।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজের সময় হতে মিরপুর সামসুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ হয়। এ ঘটনায় শনিবার সন্ধ্যা ৬টায় বাহুবল থানায় জিডি করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ খোর্শেদ আলম।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ খোর্শেদ আলম জানান, নিখোঁজ হওয়ার পর বিষয়টি তাদের অভিভাবকদের জানানো হয়। সেই সাথে বিভিন্ন স্থানে খোঁজ খবর নেওয়া হয়। বিষয়টি বাহুবল মডেল থানায় অবগত করা হয়। তার সাথে মাইকিং করা হয়। ছাত্রদের নিখোঁজের ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষসহ তাদের পরিবারের লোকজন উৎকন্ঠায় ছিলেন।

ছাত্রদের নিখোঁজের খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই মফিজুল ইসলাম মাদ্রাসায় এসে নিখোঁজ ছাত্রদের সম্পর্কে তথ্য নেন।

এসআই মফিজুল ইসলাম জানান, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে তথ্য নিয়েছেন। ব্যাপারটি অতি গুরুত্ব সহকারে দেখা হয়।

বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী জানান, তিন ছাত্র নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশের দুটি টিম তাদের সন্ধানে কাজ করে। সর্বশেষ শনিবার রাত ১০টায় নিখোঁজ তিন ছাত্রকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় পাওয়া যায়। তারা ফেনী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

(এমআইএ/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test