E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

২০১৮ ফেব্রুয়ারি ২৫ ১৬:৫৬:১৯
বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনে কামালের সমাবেশস্থলে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আহতদের মধ্যে খোকন সরদার, রিয়াজ, কবির, নাসীর, কামাল সোসেন , রাহাত ও আনিচকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ রবিবারপটুয়াখালীর বাউফল মডেল থানার নবনির্মিত কমপ্লক্সে ভবন এলাকায় এ ঘটনা ঘটে ।

জানা গেছে, হেলিকাপ্টার যোগে বাউফল মডেল থানার নবনির্মিত কমপ্লক্সে ভবন উদ্বোধনে সকাল ১১টার দিকে বাউফলের পাবলিক মাঠে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখান থেকে পায়ে হেঁটে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামীলীগের দু’গ্রুপের বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে আসেন থানা চত্বরে। এরপর জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ ও তিনি যৌথ ভাবে নতুন ভবনের নাম ফলক উম্মোচন করেন। নতুন ভবন উদ্বোধণের পর স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপ বরিশাল ও পটুয়াখালী জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে থানা ভবনের সেমিনার কক্ষে প্রবেশ কালে থানা কমপ্লেক্সের মুল ফটকে পৌঁছলে থানা
বাউন্ডারির মধ্যে সুধিসমাবেশস্থলে চলতে থাকে চিফ হুইপ আ. স. ম ফিরোজ ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের নাম উলল্লখ করে ‘ফিরোজ ভাই’ ও ‘জুয়েল ভাই’ দু’গ্রুপের মুহুমুহু শ্লোগান। একপর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়া ছুড়ি ও ভাংচুর। সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’গ্রুপ।

এ সময় বিপুল সংখ্যক পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে ব্যার্থ হয়ে লাঠি চার্জ করে। একপক্ষ থানা বাউন্ডারির অদুরে চলে যায় ও সভাস্থল লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত ১০ নেতাকর্মী । পরিস্থিতি শান্ত হলে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চিফ হুইপ আ. স. ম ফিরোজসহ অতিথিরা সভা মঞ্চে এসে আসন গ্রহণ করেন।

(এমএবি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test