E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ 

গলাচিপায় দুই মাস বেতন পাচ্ছেন না ১৩ শিক্ষক

২০১৮ ফেব্রুয়ারি ২৬ ১৪:৩০:৪২
গলাচিপায় দুই মাস বেতন পাচ্ছেন না ১৩ শিক্ষক

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা গত দুই মাস ধরে বেতন  না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছেন। তারা কবে নাগাদ  মাসিক বেতন পাবেন তা তারা বলতে পারছেন না। লেখাপড়ার মান তো দূরের কথা, বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের পর থেকে এক বছরের হিসেবে নিয়ে রয়েছে নানা অভিযোগ। 

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানকে দায়ী করেছে সকল শিক্ষক কর্মচারী। বিদ্যালয়ের কমিটি ১বছর ধরে না থাকায় মানসম্মত লেখাপড়া ও বিদ্যালয়ের নিয়ম শৃঙ্গলা ভেঙ্গে পড়েছে এবং শিক্ষক ও ছাত্রছাত্রীরা মনোবল হারিয়ে ফেলেছে।

এ ব্যপারে উপজেলা প্রশাসনের বিষয়টি অবগত আছে বলে একাধিক শিক্ষকরা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। সূত্র জানায়, গলাচিপা পৌরশহরের প্রাণ কেন্দ্রে ৮নং ওয়ার্ডে গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৮৮সালে প্রতিষ্ঠা লাভ করে।

বর্তমানে বিদ্যালয়টি ২২হাজার টাকার স্কেলের সিনিয়র সহকারী শিক্ষক রয়েছেন ৭জন, ১৬হাজার টাকার স্কেলের সহকারী শিক্ষক ৩জন, একজন অফিস সহকারী ও দুই জন এমএলএসএস রয়েছে। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসমাইল মিয়ার ২০১৭ সালের ৪ জানুয়ারি অবসরে যাওয়ার পর বিদ্যালয়ের কমিটি সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেন। কমিটির মেয়াদ থাকা সত্বেও মোঃ মিজানুর রহমান সু-কৌশলে কমিটির সভাপতি ও ৬ জন সদস্য দিয়ে পদত্যাগ করিয়ে নিজে প্রধান শিক্ষক পদে বহাল থাকার জন্য নানা ছল ছাতুরি করেছে।

বর্তমানে বিদ্যালয়টি এক বছর ধরে কমিটি না থাকায় শূন্যতা বিরাজ করছে। বিদ্যালয়ের ১৩জন শিক্ষক কর্মচারী গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে। বর্তমানে বেতন না পাওয়ায় শিক্ষকদের পরিবার পরিজন নিয়ে মানবেতার জীবন যাপন করছে। কমিটি না থাকায় গত কয়েক মাস উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরের মাধ্যমে তারা বেতন ভোগ করত। ইউএনও মহোদয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কমিটি করার জন্য বলা হলেও তিনি তা করেন নি। যথা নিয়মে কমিটি না করা হলে ইউএনও স্যার বিলে স্বাক্ষর দিবে না বলে বিদ্যালয়ের শিক্ষক মোন্তাসির মামুন, দেলোয়ার হোসেন, মাহবুব মিয়া, দেবাংশু সরকারসহ আরো অনেকে জানান।

এদিকে, কমিটি গঠন করার জন্য শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে চলতি মাসে ১৪ তারিখ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর নোটিশ দেয়। নোটিশে অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে।

নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, গলাচিপা উপজেলায় ২০১৭সালে এসএসসি পরীক্ষার উত্তর পত্র মূল্যায়নে ভুলত্রুটি সংঘটিত হওয়ায় মোঃ মিজানুর রহমান ২০১৮সালের এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র বিষয়ের পরীক্ষক থেকে অব্যহতি দেয়া হয়েছে। এসএসসি পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি অবহেলা করেছে।

এদিকে বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানিয়েছেন, ২০১৮সালের এসএসসি পরীক্ষা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের থেকে ৭০জন পরীক্ষার্থী ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নেয়। অভিযোগ রয়েছে জন প্রতি তিন হাজার থেকে চার হাজার টাকা নিয়েছে। প্রবেশ পত্র বাবাদ জন প্রতি ৫শত টাকা করে নেয়া হয়েছে। ফরম পূরণ ও প্রবেশ পত্রের টাকার কোন হিসাব নেই।

বিদ্যালয়ের সকল শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, জননী প্রকাশনীর বই বিদ্যালয়ে চালানোর জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজান মিয়া ও একজন সহকারী শিক্ষক মোটা অংকের টাকা খেয়েছে এবং পুথিনিলয় প্রকাশনী বই চালানোর জন্য প্রচেষ্টা চলছে।

গোপন সূত্রে জানা গাছে, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের পাশ করিয়ে দিবে বলে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূর্ণ বাদে ২ থেকে ৫ হাজার টাকা করে আদায় করেছে। শুধু এসএসসিতে নয় জেএসসি পরীক্ষায় এ কাজ করে থাকেন। তার বিরুদ্ধে সঠিক তদন্ত করা হলে সত্য বেরিয়ে আসবে বলে এতে কোন সন্দেহ নেই।

এ ছাড়াও উপবৃত্তি ও বৃত্তির টাকা আত্মসাত করলে কোন এক মহলের চাপের কারনে বাড়ী বাড়ী গিয়ে টাকা ফেরত দিতে বাধ্য হয়। গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান বলেন, এক শ্রেণির লোকেরা আমার নামে অপপ্রচার চালাচ্ছে। এসব দsর্নীতির সাথে আমি জড়িত না।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা জানান, উপজেলার মোট ৬টি প্রতিষ্ঠানে মামলা ও কমিটি না থাকার কারনে শিক্ষকরা বেতন পাচ্ছেন না। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। অভিযোগগুলো লিখিত দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসডি/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test