E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় সংঘর্ষের ঘটনায় উপজেলা আ.লীগের সাংবাদিক সম্মেলন

২০১৮ ফেব্রুয়ারি ২৬ ২০:৩৩:৪১
স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় সংঘর্ষের ঘটনায় উপজেলা আ.লীগের সাংবাদিক সম্মেলন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলে সংঘর্ষের ঘটনায় আজ সোমবার বিকাল ৫টার দিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ। এতে বক্তারা দাবি করেন চিফ হুইপ আ. স. ম ফিরোজের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিএনপি-জামায়াতের পদধারী কিছু সন্ত্রাসী তথাকথিত আওয়ামীলীগের সহায়তায় ওই হামলা চালিয়ে তাদের নেতা-কর্মীদের রক্তাক্ত জখম করে।

সুস্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে বিএনপি-জামাতের ওইসব নেতাকর্মীকে। বাউফল উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাদার মিয়ার ছেলে যুবদল নেতা জায়েদ মাহমুদ এ হামলার মূল নেতৃত্ব দেন বলে দাবী তাদের। তারা আরো দাবি করেন সেখানে ছাত্রদল নেতা হোসেন আরিফ শুভসহ আরো বেশ কয়েক নেতা কর্মীও উপস্থিত ছিল।

বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি জামাতের নেতা কর্মীরা কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রামে হামলা চালায় সাংবাদিকদেও এমন প্রশ্নের জবাবে বক্তারা বলেন, ‘বাংলাদেশে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের ভাষায় তথাকতিথ হাইব্রিড এবং কাউয়া আওয়ামীলীগের যোগসাজসের কারণে এমনটা হতে পারে। তবে সুস্পষ্ট করে কোনো ব্যাক্তির নাম বলেননি তারা।

তারা বলেন, ‘বাউফল পৌর মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েলের মিছিল থেকে এ হামলা চালানো হয়। বাউফল থানায় রক্ষিত ভিডিও ফুটেজ দেখে বিএনপি জামাতের ওইসব চিহ্নিত ব্যাক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জোর দাবীও জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ফারুক, মো. আনিচুর রহমান, সহ-সভাপতি মো. মোশারেফ হোসেন খান, শামসুল আলম মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, বাউফল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. মামুন খান, পৌর কাউন্সিলর মো. মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ সিকদার, ছাত্রলীগ একাংশের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক নিশাত প্রমুখ উপস্থিত ছিলেন।

(এমএবি/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test