E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদক জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ সুপার জয়দেব চৌধুরী সফল

২০১৮ ফেব্রুয়ারি ২৬ ২০:৫৭:৫৪
মাদক জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ সুপার জয়দেব চৌধুরী সফল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, নাশকতা, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধে নেত্রকোণা পুলিশ সুপার জয়দেব চৌধুরী কঠোর অবস্থানে রয়েছেন। এর ফলে তার কর্মকান্ডের অনেক সফলতা সমাজের সকল শ্রেনী পেশার মানুষের মুখে মুখে ফিরছে।

জেলার সদর সহ ১০ থানায় নিয়োযিত অফিসার ইনচার্জ সহ পুলিশের সকল সদস্য, সব সার্কেলের সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগণের সঙ্গে দফায় দফায় মতবিনিময়ের মাধ্যমে টিম গঠন করে কাজ করছেন তিনি। এর সঙ্গে জড়িয়ে রেখেছেন নিজের সততা ও নিষ্ঠা। পুলিশের প্রতিটি অক্ষর দিয়ে এক একটি বাক্যের অর্থের প্রয়োগ রয়েছে তার আচার আচরন ও স্বভাবে।

বন্ধু সুলভ আচরণে তিনি শতভাগ কাজ আদায় করে নিচ্ছেন সহকর্মীদের কাছ থেকে। তাছাড়া জনতাই পুলিশ, পুলিশই জনতা এ শ্লোগানকে হৃদয়ে ধারন করে সকল শ্রেণী পেশার মানুষের কাছে বিশাল আস্থার জায়গা সৃষ্টি করেছেন তিনি। সরকারের সফলতা প্রতিটি মানুষের কাছে পৌঁেছ দিতে তিনি অনেক তৎপর।

নেত্রকোণা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে তার কোন নেতি বাচক কর্মকান্ডের কথা শোনা যায়নি কোন মহল থেকেই। পুলিশ সুপার জয়দেব চৌধুরী ইতোমধ্যে যেসব ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ করেছেন তার প্রতিটিতেই তিনি তার বক্তব্যে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে রুখে দাড়ানোর আহবান জানিয়েছেন। তুলে ধরেছেন এর ভয়াবহতার কথা।

এছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং এর কথাও অনেক গুরুত্ব দিয়ে সমাজ থেকে নির্মূলের দাবী জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে জেলার সর্বত্র নাশকতা প্রতিরোধে তার বিশেষ অনন্য ও কঠোর ভূমিকা পালন করায় সমাজ উপকৃত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ময়মনসিংহ রেঞ্জের সৎ, বিনয়ী, নম্র, ভদ্র এবং সেবাপরায়ন বিবেচনায় জয়দেব চৌধুরীকেই অগ্রগামী হিসেবে গন্য করতে হবে।

জেলার বিভিন্ন জনপ্রতিধি সুশিল সমাজ ও মুক্তিযোদ্ধা সাংবাদিক সহ সব মানুষের কাছে পুলিশ সুপারের পরিচয়ের বাইরেও একজন মানবতাবাদী ব্যাক্তি হিসেবেও সকলের বিবেচনায় তিনি পিছিয়ে নেই। কোন দরিদ্র মেধাবী শিক্ষার্থী অথবা কোন দুস্থ ব্যক্তির মানবিক সহায়তায় তিনি তার সাধ্যমত সহযোগিতা দিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যান।

পুলিশ সুপার জয়দেব চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, “মানুষ মানুষের জন্য”। সততা, নিষ্ঠা ও স্বীয় কর্তব্য পালনের মধ্য দিয়ে প্রত্যেক শ্রেনী পেশার ব্যক্তিকেই একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলতে পাড়লে সমাজ দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনে।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test